বলিদাপাড়া বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন
মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহম্মদ আলী বলেছেন, আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে উঠতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা সুনাম বয়ে আনতে পারে। খেলাধুলা সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে শিক্ষার্থীদের মনের জড়তা কাটে। এতে শারীরিক ও মানসিক বিকাশ হয়। বিশেষ করে একজন শিক্ষার্থী খেলাধুলার মাধ্যমে নিজের পরিচয়কে বড় করে তুলতে পারে। একজন ভালো খেলোয়াড় ও ভালো শিল্পী দেশের জন্য গৌরব বয়ে আনতে পারে।

বলিদাপাড়া বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন
সোমবার সকালে মিরপুর উপজেলার বলিদাপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আশ্বাস দিয়ে আরও বলেন, আমাদের এমপি হাসানুল হক ইনু শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করছে। এই বলিদাপাড়া বালিকা বিদ্যালয়ের দিকেও এমপি মহোদয়ের দৃষ্টি রয়েছে। বিদ্যালয়ের সীমানা প্রাচীর এবং ডিজিটাল ল্যাব আগামী জুন মাসের মধ্যেই বাস্তবায়ন সম্ভব হবে বলেও জানান তিনি।
বলিদাপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বারুইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোমিনুল হক মমিনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বলিদাপাড়া বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফিরোজ আলম স্বপন, সহকারী প্রধান শিক্ষক সুলতান মাহমুদ, ইরিনা খাতুন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ মিঠু মন্ডল, জালাল উদ্দিন মন্ডল, মোহন আলী খান, মঞ্জু মৌলভী, কুষ্টিয়া জেলা যুবজোটের সাধারণ সম্পাদক ডা: মাসুদ রানা, বারুইপাড়া ইউনিয়ন জাসদের সাবেক সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, বারুইপাড়া ইউনিয়ন জাসদের সহ-সভাপতি মুফাক্কার হোসেন জিন্নাহ মেম্বার, ইউনিয়ন জাসদের সাবেক প্রচার সম্পাদক সাদিক আলী মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালেক, জাসদ নেতা জহরুল মেম্বার, সাবেক ছাত্রনেতা ডাক্তার কামরুজ্জামান বিপুল, বারুইপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুমন মালিথা অভিভাবক সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বলিদাপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক এনামূল হক বাবু।
ক্রীড়া প্রতিযোগীতা পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুলতান মাহমুদ। পরে জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়, এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এ অনুষ্ঠানের শুভ সুচনা করেন অতিথিবৃন্দ।
