বান্ধবী নিয়ে ঘুরতে গিয়ে বিপাকে যুবক, চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার ৪ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

বান্ধবী নিয়ে ঘুরতে গিয়ে বিপাকে যুবক, চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার ৪

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১৮, ২০২৪

তরুণী জিম্মি করে অর্থ আদায়ের ঘটনাটি ঘটেছে গত ১৩ই জানুয়ারি কুষ্টিয়ার গড়াই নদীর পাড় এলাকায় বিষয়টি কুষ্টিয়া জেলা পুলিশের নজরে আসলে এ ঘটনার সাথে জড়িত চার জনকে গ্রেপ্তার করে।

বান্ধবী নিয়ে ঘুরতে গিয়ে বিপাকে যুবক, চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার ৪

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন কুষ্টিয়ার পৌর এলাকাধীন কমলাপুরের আব্দুল হান্নানের ছেলে আসিফ হোসেন (২৪), আলীমের ছেলে মেহেদী হাসান (২২), মৃত জহুরুল ইসলামের ছেলে সোহাগ ইসলাম (২৪), মাসুদ শেখের ছেলে কবির শেখ (১৯) এরা সবাই কুষ্টিয়া পৌরসভার ১ নং ওয়ার্ড কমলাপুর এলাকার বাসিন্দা। কুষ্টিয়া জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ই জানুয়ারি, ২০২৪খ্রি. তারিখ বিকাল বেলা মিশুক আহমেদ নামের এক ছেলে তার এক বান্ধবীকে নিয়ে কুষ্টিয়ার গড়াই নদীর পাড়ে ঘুরতে গেলে কতিপয় দুষ্কৃতিকারী তাদেরকে আটক করে এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে ও চাঁদা দাবি করে। তারা চাঁদা দিতে রাজি না হওয়ায় দূষ্কৃতিকারীরা মেয়েটিকে একদিকে নিয়ে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে। পরবর্তীতে তারা দূষ্কৃতিকারীদেরকে নগদ ১,০০০/-টাকা ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ৩,০০০/-টাকা, মোট ৪,০০০/-টাকা চাঁদা দিয়ে ও আরো চাঁদা দেওয়ার সত্ত্বে ছাড়া পায়। টাকা নেওয়ার পরও কলেজছাত্রী ও তাঁর বন্ধুর ছবি ও ভিডিও মোবাইলে ধারণ করে তারা। পরে ২০ হাজার টাকা দেওয়ার শর্তে তাঁদের ছেড়ে দেয়। ঘটনাটি কাউকে জানালে তাঁদের ছবিগুলো ইন্টারনেটে আপত্তিকরভাবে উপস্থাপন করা হবে বলেও হুমকি দেয় সংঘবদ্ধ দলটি। ঘটনার পর দিন ১৪ জানুয়ারি রাত ১১টা ৩৪ মিনিটে ওই কলেজছাত্রীর বন্ধুর নম্বরে কল দিয়ে আসিফ চাঁদার ২০ হাজার টাকা দাবি করে। না দিলে বড় ধরনের ক্ষতি করবে বলেও হুমকি দেয়। কলেজছাত্রীর বন্ধুর পরিবারের লোকজন মঙ্গলবার ঘটনাটি পুলিশকে জানায়। পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। এ বিষয়ে ওই ভুক্তভোগী কলেজছাত্রী বলেন, ‘আমার মতো আর কারও সঙ্গে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে। তাই জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’ কলেজছাত্রীর বন্ধুটি অনুরোধ করে বলেন, ‘মেয়েটির সম্মান যেন ক্ষুণ্ন না হয় সেদিক বিবেচনা করে আপনারা অপরাধীদের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করেন। যেন একই ঘটনা অন্য কারওর সঙ্গে না ঘটে।’ পুলিশ সুপার জনাব এ এইচ এম আবদুর রকিব জানান, চারজনকে গ্রেপ্তার করা হয়েছে তাঁরা তরুণীকে জিম্মি করে অর্থ আদায়ের কথা স্বীকার করেছেন গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।