নতুন কোন করারোপ ছাড়াই কুষ্টিয়া পৌরসভার ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘোষণা
কুষ্টিয়া পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট অনুমোদন হয়েছে। মঙ্গলবার কুষ্টিয়া পৌরসভার মেয়রের কার্যালয়ে বাজেট ঘোষণা হয়। নতুন কোন কর আরোপ ছাড়াই ২০২৩-২৪ অর্থ বছরের ৩৯২ কোটি ৩৭ লাখ ৫৯ হাজার ৬ শত ৬৬ টাকার বাজেট ঘোষণা করে পৌর পরিষদ।

নতুন কোন করারোপ ছাড়াই কুষ্টিয়া পৌরসভার ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘোষণা
কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী’র নেতৃত্বে বর্তমান পরিষদের ৩য় জনকল্যাণমুখী এ বাজেট ঘোষণা করা হয়। বাজেট বক্তৃতায় মেয়র আনোয়ার আলী বলেন, পৌরবাসীর সাধ আর পৌরসভার সাধ্যের সমন্বয় করার মধ্যদিয়ে আরও একটি বছর অতিক্রম করলো কুষ্টিয়া পৌরসভা। এটি বর্তমান পৌর-পরিষদের তৃতীয় বাজেট। প্রথমেই আমি অভিনন্দন জানাচ্ছি আমার পৌর-পরিষদের সম্মানীত সদস্যবৃন্দকে এবং পৌরবাসীকে যারা আমাদেরকে তাদের মূল্যবান ভোট দিয়ে এই দায়িত্ব পালনের জন্য নির্বাচিত করেছেন। একই সাথে আমি পৌরসভার সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। পৌর-পরিষদ তথা পৌরবাসীর স্বপ্ন পূরনের লক্ষ্যে তাদের নিরলস পরিশ্রমের জন্য।
১৮৬৯ সালের ১ এপ্রিল প্রতিষ্ঠিত হয় কুষ্টিয়া পৌরসভা উন্নয়নের বিচারে আজ বাংলাদেশের একটি অন্যতম উন্নত পৌরসভা। স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করার মাধ্যমে এই অর্জনকে টেকসই করাই আমাদের মূল লক্ষ্য। মেয়র বলেন, পৌরসভার সীমিত আয়ের মাধ্যমে ৪২.৭৯ বর্গ কিঃমিঃ আয়তনের বিশাল আকৃতির এই পৌরসভার সামগ্রিক চাহিদা পূরণ করা অত্যন্ত কঠিন একটি কাজ। কোভিড-১৯ ভাইরাসের প্রাদুর্ভাবে দেশের অর্থনৈতিক ক্ষতির রেশ কাটতে না কাটতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে মুল্যস্ফিতি বেড়ে দেশের অর্থনীতি আবার হুমকির মুখে এবং পৌরসভার এই চ্যালেঞ্জকে আরও কঠিন করে তুলেছে।
তবে আমি বিশ্বাস করি এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদেরকে সহযোগীতা করবে পৌরসভার চলমান, প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন প্রকল্প, আরবান প্রাইমারী হেল্থ কেয়ার ও সার্ভিসেস ডেলিভারী প্রকল্প-২য় পর্যায়, এসএনভি’র সহায়তায় সিটি ওয়াইড ইনক্লুসিভ স্যানিটেশন প্রকল্পসহ প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় পৌরসভার হরিজন পল্লীতে ৪ তলা বিশিষ্ট ৪টি আধুনিক আবাসিক ভবন নির্মাণের চলমান আছে। এছাড়া, পৌরসভার অবকাঠামো গত বিশেষ উন্নয়নের নিমিত্তে আরইউটিডিপি প্রকল্প এর কাজ শুরু হতে যাচ্ছে।
কুষ্টিয়া পৌরসভা ও প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে “মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম” শুরু হতে যাচ্ছে। যা কুষ্টিয়া শহরের পরিবেশ ও জনস্বাস্থ্যের উপর ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলবে। প্রকল্প সহায়তা ছাড়াও ইতোমধ্যে নিজস্ব উদ্যোগে শহরের সামগ্রিক উন্নয়নকে পৌরসভার সম্প্রসারিত এলাকায় ছড়িয়ে দেয়ার প্রয়াসে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। এছাড়া, আমাদের দীর্ঘ মেয়াদী উন্নয়ন পরিকল্পনার মধ্যে রয়েছে জলবায়ূ পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহায়ক আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক মানের ট্রাক টার্মিনাল নির্মাণ, ম.আ. রহিম সুপার মার্কেট নির্মাণ, কর্মজীবি মহিলা হোস্টেল ও তাদের সন্তানদের জন্য ডে-কেয়ার সেন্টার নির্মাণ, বৃদ্ধাশ্রম নির্মাণ, ই-সেবা নিশ্চিতকরনের মাধ্যমে ডিজিটাল পৌরসভা গঠন, বর্জ্যঃব্যবস্থাপনার ক্ষেত্রে আরও আধুনিক প্রযুক্তিগত পদ্ধতির ব্যবহার ইত্যাদি।

মেয়র আরও বলেন, বিশ্বায়নের এই যুগে সীমিত সম্পদের মাধ্যমে পৌরবাসীর ক্রমবর্ধমান নাগরিক সেবার চাহিদা পূরণ নিঃসন্দেহে একটি কঠিন কাজ। কিন্তু আমার বিশ্বাস পৌর-পরিষদের সম্মানিত সদস্যদের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতা, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের নিরলস পরিশ্রম এবং পৌরবাসীর সচেতন অংশগ্রহনের মাধ্যমে প্রয়োজনীয় এই চাহিদা পূরনে সক্ষম হবো ইনশাল্লাহ। আর এমন বিশ্বাস বুকে নিয়ে পৌরবাসীকে আরও আধুনিক ও টেকসই সেবা প্রদানের লক্ষ্যে আমি কুষ্টিয়া পৌরসভার ২০২৩-২৪ অর্থ-বছরের জন্য ৩৯২ কোটি ৩৭ লাখ ৫৯ হাজার ৬৬৬ টাকার পূর্ণাঙ্গ বাজেট ঘোষনা করেছি।
পৌর পরিষদের এ মাসিক সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌরসভার প্যানেল মেয়র-১ মোঃ শাহিন উদ্দিন, প্যানেল মেয়র-২ আনিছুর রহমান আনিছ, প্যানেল মেয়র-৩ আফরিদা আফরিন রেখা, কাউন্সিলর হালিমা খাতুন (বন্নি), পারভীন হোসেন, রীনা নাসরিন, মোছাঃ আনার কলি, মিসেস আনোয়ারা ইসলাম, মোঃ নাইমুল ইসলাম, খন্দকার মাজেদুল হক, এস এম আতাউল গনি ওসমান, মোঃ রক্তিম উদ্দিন, মোঃ সাইফ-উল-হক- মুরাদ, নজরুল ইসলাম, শেখ কৌশিক আহম্মেদ, সাবাউদ্দিন সওদাগর, কিশোর কুমার ঘোষ, আনিচ কোরাইশী, মোঃ মাহাবুবুর রহমান, মহিদুল ইসলাম, আবু জাহিদ, শাহ জালাল, মীর রেজাউল ইসলাম বাবু, পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা কামাল উদ্দিন, হিসাবরক্ষণ কর্মকর্তাসহ পৌরসভার সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
