ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ২৩, ২০২৩
ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং

রোজার মাসকে সামনে রেখে বৃহস্পতিবার বেলা ১১ঃ০০ টায় ‌কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগে ভেড়ামারা কলেজ বাজার ও রেল বাজার এবং শাপলা চত্বর এলাকার বাজার মনিটরিং করেছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ।

ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং

ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং

ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং

ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আখতারুজ্জামান মিঠু, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা মমতাজ, ভেড়ামারা সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম সঙ্গীহ কর্মকর্তা ও ফোর্স সহ বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

এ সময় উপস্থিত ছিলেন ভেড়ামারা রেলবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু দাউদ, সাংবাদিক, উপস্থিত ছিলেন কর্মকর্তাগণ পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যসহ অন্যান্য বিক্রয়যোগ্য দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার ব্যাপারে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন।

বাজার মনিটরিং এর সময় বেশ কিছু অসংগতি লক্ষ্য করা যায়। এছাড়া মাছের বাজারে অপরিচ্ছন্নতা লক্ষ্য করেন কর্মকর্তাগণ। এসময় ফলের দোকান, মিষ্টির দোকান, চাল চিনি ইত্যাদি আড়ত পরিদর্শন করা হয়।

ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার উদ্দেশ্যে সতর্কতামূলক কর্মসূচির অংশ হিসেবে
আজকের বাজার মনিটরিং সম্পন্ন করা হয়েছে। দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি প্রতিরোধে ব্যবসায়ীদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়ার উদ্দেশ্যে প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার আরো জানান, ক্রেতা সাধারনের স্বার্থে রমজান মাসে বাজারে প্রশাসনিক অভিযান অব্যাহত রাখা হবে।

আরও পড়ুন: