বাজারে সবজি’র দাম কমলেও বেড়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

বাজারে সবজি’র দাম কমলেও বেড়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ১৩, ২০২৩
বাজারে সবজি’র দাম কমলেও বেড়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য

শীতকালীন সবজি বাজারে আসায় স্বস্তির নিঃম্বাস ফেলছেন সাধারণ ক্রেতারা। সেই সাথে গত সপ্তাহের তুলনায় অধিকাংশ সবজির মূল্য কেজিতে ১০ থেকে ১৫ টাকা করে কমলেও আলু ও ডিমের মূল্য অপরিবর্তিত রয়েছে।

বাজারে সবজি’র দাম কমলেও বেড়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য

বাজারে সবজি’র দাম কমলেও বেড়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য

বাজারে সবজি’র দাম কমলেও বেড়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য

সরেজমিনে কুষ্টিয়া পৌরবাজার সহ আশে পাশের বাজার ঘুরে দেখা যায়, প্রতিকেজি আলু ৪৫ টাকা থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে । এছাড়াও শীতকালীন সবজি ফুলকপি’র মূল্য প্রায় অর্ধেকে নেমে প্রতি কেজি ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে, গত সপ্তাহে সিম প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হলেও গতকাল তা ৩৫ থেকে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে, বেগুনের দাম প্রতি কেজি ৬০ টাকা থেকে নেমে বর্তমানে ২০ টাকায় বিক্রি হচ্ছে, গত সপ্তাহে পটল প্রতি কেজি ৪০ থেকে ৪৫ টাকা দরে বিক্রয় হলেও বর্তমানে প্রতি কেজি ২০ টাকা দরে বিক্রি হচ্ছে, ধনেপাতা গত সপ্তাহে প্রতি কেজি ১১০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা প্রতি কেজি ৭০ টাকায় বিক্রি হচ্ছে, কাঁচা মরিচের দাম ১০০ টাকা কমে বর্তমানে ৭০ টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি, প্রতি কেজি চিচিঙ্গা ২০ টাকা দরে বিক্রি করা হচ্ছে, প্রতি কেজি করলা’র মূল্য ৪০ টাকা এবং পেঁপে প্রতি কেজির বর্তমান মূল্য ২০ টাকা।

সকল প্রকার সবজির দাম কমলেও বাজার ঘুরে দেখা যায় চাউল এবং চিনির মূল্যে উর্দ্ধগতি রয়েছে। প্রায় সকল প্রকার চাউলের মূল্য কেজিতে এক থেকে দুই টাকা বৃদ্ধি পেয়েছে। পক্ষন্তরে চিনি’র মূল্য বৃদ্ধি পেয়ে অস্বাভাবিক ভাবে। গত সপ্তাহের তুলনায় প্রতি কেজি চিনি’র মূল্য কেজিতে ১৫ টাকা বেড়ে বর্তমানে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ১৪৫ টাকায়। এছাড়াও এলাচের মূল্য বৃদ্ধিও কিছুটা অস্বাভাবিক পর্যায়ে পৌঁছে গেছে। গত সপ্তাহে প্রতি কেজি এলাচ ১৮’শ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা কেজিতে ৩’শ টাকা বেড়ে প্রতি কেজি এলাচ বাজারে বিক্রি হচ্ছে ২১’শ টাকায় এবং গত সপ্তাহের তুলনায় আটা’র মূল্য কেজিতে ৫ টাকা বেড়ে প্রতি কেজি আটা ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে। যদিও তেল সহ অনান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল অবস্থায় রয়েছে।

কুষ্টিয়া পৌরবাজারে বাজার করতে আসা কয়েকজন ক্রেতার নিকট দ্রব্যমূল্যে বর্তমান বাজার পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে তারা বলেন, গত সপ্তাহের তুলনায় দ্রব্যমূল্যের মূল্য কিছুটা কম।

কিন্তু বর্তমান অর্থনৈতিক অবস্থার তুলনায় তা অনেক বেশী। মানুষের আয় নির্দিষ্ট থাকলে দ্রব্য মূল্যের উর্দ্ধগতির কারণে জীবণযাপন দিন দিন দূর্বিষহ হয়েছে পড়েছে। এভাবে চলতে থাকলে না খেয়ে থাকা লাগবে। বর্তমানে মানুষের তিনবেলা পেটপুরে খাওয়া অনেক চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে।

কুষ্টিয়া পৌরবাজারের কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বললে তারা জানান, বর্তমানে প্রতিটি জিনিসের চাহিদামত যোগান রয়েছে। হরতাল এবং অবরোধের কারণে গাড়ী ভাড়া বেশী গুণতে হচ্ছে তাই সবজি বাদে অনান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য কিছুটা বাড়তি। তবে হরতাল-অবরোধ না থাকলে প্রতিটা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য আরো কিছুটা কমবে।