বাজারে জিনিসপত্রের দাম আরও কমবে : অর্থমন্ত্রী - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

বাজারে জিনিসপত্রের দাম আরও কমবে : অর্থমন্ত্রী 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ৪, ২০২৪

খবরওয়ালা ডেস্ক \\ অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, ‘বাজারে জিনিসপত্রের দাম কমে আসছে, এটা আরও কমবে। ৫০ হাজার মেট্রিক টন পিঁয়াজ আসছে ভারত থেকে। এগুলো আসলে দাম আরও কমে যাবে। গতকাল রবিবার (৩ মার্চ) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। অর্থনীতি কি ভালো অবস্থায় আছে, মানুষ কি ভালো আছে? এমন প্রশ্নের জবাবে এসময় মন্ত্রী আরও বলেন, ‘দেশের মানুষকে জিজ্ঞেস করেন। আমি তো মনে করি ভালো আছে। দেশের অর্থনৈতিক অবস্থা ভালোর দিকে। তিনি বলেন, নতুন একজন প্রতিমন্ত্রী পেয়ে ভালো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের কাজের গতি আরও বাড়বে। এসময় নতুন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা বলেন, ‘বৈশ্বিক অর্থনৈতিক কারণে দেশের অর্থনৈতিক অবস্থাও নাজুক আছে। এখান থেকে উত্তরণ ঘটানোই এখন প্রধান কাজ হবে। তবে সেটাকে চ্যালেঞ্জ মনে করছি না। কাজ করে যেতে হবে।