মিরপুরে বাংলাদেশ স্কাউটস দিবস পালিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে বাংলাদেশ স্কাউটস দিবস পালিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ৮, ২০২৩
মিরপুরে বাংলাদেশ স্কাউটস দিবস পালিত

সারাদেশের ন্যায় কুষ্টিয়ার মিরপুরেও দ্বিতীয়বারের মতো পালিত হয়েছে বাংলাদেশ স্কাউটস দিবস। ‘স্কাউটিং করবো,স্মার্ট বাংলাদেশ গড়বো’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (৮ এপ্রিল) সকাল সাড়ে দশটায় মিরপুর উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রতিষ্ঠানের স্কাউট সদস্য, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা আজ দিবসটি উদযাপন করেছে।

মিরপুরে বাংলাদেশ স্কাউটস দিবস পালিত

মিরপুরে বাংলাদেশ স্কাউটস দিবস পালিত

মিরপুরে বাংলাদেশ স্কাউটস দিবস পালিত

বাংলাদেশ স্কাউটস এর কুষ্টিয়া মিরপুর উপজেলা স্কাউটসের আয়োজনে এ উপলক্ষে পতাকা উত্তোলন, আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করা হয়।র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।পরে এক আলোচনা সভায় স্কাউটিং কার্যক্রমের তাৎপর্য তুলে ধরা হয়।

উপজেলা স্কাউটসের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হারুন অর রশিদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক,মিরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি হাসানুর খান তাপস, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন নিশি,চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহেল বাকী, ছাতিয়ান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আহাদ, আমলা জাহানারা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলাম,মিরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, উপজেলা স্কাউট লিডার রেজাউল করিম,কোষাধ্যক্ষ কুটিশ্বর পাল প্রমুখ।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক কাব ও স্কাউটরা অংশ নেয়।

স্কাউটিং বিশ্বব্যাপী একটি স্বেচ্ছাসেবী ও শিক্ষামূলক যুব আন্দোলন। শিশু, কিশোর ও যুবকদের শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, সামাজিক ও বুদ্ধিভিত্তিক উন্নয়ন সাধনের মাধ্যমে আত্মনির্ভরশীল, সৎ, চরিত্রবান, দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তোলাই স্কাউট আন্দোলনের অন্যতম উদ্দেশ।

১৯০৭ খ্রিষ্টাব্দে ব্রিটেনের ব্রাউন্সি দ্বীপে স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল স্কাউটিং কার্যক্রমের সূচনা করেছিলেন। বর্তমান বিশ্বের ১৭৩টি দেশের ৪ কোটি ৩০ লাখ শিশু, কিশোর ও যুবকরা স্কাউট প্রতিজ্ঞা গ্রহণ করে আত্মনির্ভরশীল, পরোপকারী, সুনাগরিক হিসেবে গড়ে উঠার মন্ত্রে উজ্জীবিত রয়েছে।

স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ১৯৭২ খ্রিষ্টাব্দের ৮-৯ এপ্রিল দেশের স্কাউট নেতারা ঢাকায় এক সভায় মিলিত হয়ে গঠন করেন ‘বাংলাদেশ স্কাউট সমিতি’। একই বছরের ৯ সেপ্টেম্বর রাষ্ট্রপতির ১১১ নং অধ্যাদেশ বলে ওই সমিতি সরকারি স্বীকৃতি লাভ করে এবং স্বাধীন বাংলাদেশে স্কাউটিংয়ের অগ্রযাত্রা শুরু হয়। বাংলাদেশ স্কাউটস বিশ্ব স্কাউট সংস্থার ১০৫ তম সদস্য। ১৯৭৮ খ্রিষ্টাব্দের ১৮ জুন জাতীয় কাউন্সিলের পঞ্চম সভায় পুনরায় এর নাম পরিবর্তন করে রাখা হয় ‘বাংলাদেশ স্কাউটস’।

বাংলাদেশ স্কাউটসের জাতীয় নির্বাহী কমিটি দেশে স্কাউট প্রতিষ্ঠার দিন ৮ এপ্রিলকে ‘বাংলাদেশ স্কাউটস দিবস’ হিসেবে উদযাপনে সিদ্ধান্ত নেয়। ২০২০ সালে এ সিদ্ধান্ত হলেও করোনা মহামারির কারণে প্রথম দুই বছর দিবসটি উদযাপন করা যায়নি। ২০২২ সালে প্রথমবারের মতো উদযাপিত হয় স্কাউটস দিবস। এরই ধারাবহিকতায় আজ ৮ এপ্রিল দ্বিতীয়বারের মতো বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন করা হচ্ছে।

আরও পড়ুন: