বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ২৪, ২০২৪

নিজ সংবাদ ॥ বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় শহরের কুঠিপাড়ায় অবস্থিত মমতাজুল উলুম মাদ্রাসা প্রাঙ্গনে নতুন কমিটি অনুমোদন পরবর্তী এই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল লতিফ খানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ- সভাপতি মুফতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক হাফেজ আরিফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল হাকিম, প্রচার সম্পাদক মাওলানা ইলিয়াস শাহ। 

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা মামুনুল হক সাহেবের আপোষহীন বলিষ্ঠ নেতৃত্বের কারণে বাংলার বুকে গণ জোয়ার তৈরি হয়েছে। এখন সকলেই বাংলাদেশ খেলাফত মজলিসের দিকে ঝুঁকছে। এই মুহুর্তে আমরা জেলা শাখার অনুমোদন পেয়েছি। আশা করি আমাদের কুষ্টিয়াতেও খেলাফত মজলিসের যথেষ্ট কাজ হবে। প্রসঙ্গত আল্লামা মামুনুল হকের নিকট থেকে শপথ গ্রহণ করার মাধ্যমে উপরোক্ত নেতৃবৃন্দ দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।