বর্ধিত জনসংখ্যার চাহিদা মেটাতে সমলয় চাষাবাদের বিকল্প নেই : ডিসি এহেতেশাম রেজা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

বর্ধিত জনসংখ্যার চাহিদা মেটাতে সমলয় চাষাবাদের বিকল্প নেই : ডিসি এহেতেশাম রেজা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ১৩, ২০২৪

কুমারখালী প্রতিনিধি ॥ রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কুষ্টিয়ার কুমারখালীতে সমলয় চাষাবাদ বাস্তবায়নের লক্ষ্যে কম্বাইন্ড হারভেস্টরের মাধ্যমে বোরো হাইব্রিড জাতের ধান কর্তনের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার (১২মে) বিকেল ৪ টায় চাদপুর ইউনিয়নের জংগলী মাঠে ধান কর্তনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা। এসময় কুষ্টিয়া খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক সুফি মো. রফিকুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা দেবাশীষ কুমার দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে কুষ্টিয়া খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা। তিনি বলেন, দিনে দিনে দেশে জনসংখ্যা বাড়ছে। আর কৃষি জমির পরিমান কমছে। তাই বর্ধিত জনসংখ্যার খাদ্য চাহিদার যোগান দিতে যান্ত্রিক ও সমালয় পদ্ধতিতে চাষাবাদের বিকল্প নেই। কৃষিকে আধুনিক ও যান্ত্রিকরণের লক্ষ্যে বর্তমান সরকার নানাবিদ প্রণোদনা কর্মসূচী গ্রহণ করেছেন। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বেশি বেশি সমবায় গড়ে তুলতে হবে। পরিবেশের ভারসাম্য স্বাভাবিক রাখতে বেশি বেশি গাছ লাগাতে হবে। উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সুত্রে জানা গেছে, ২০২৩- ২০২৪ মৌসুম ও অর্থবছরে উপজেলার চাঁদপুর ইউনিয়নের জংগলী এলাকায় ১৫০ বিঘা জমিতে সমালয় প্রকল্পের আওতায় উচ্চফলনশীল ছক্কা জাতের বোরো ধানের চাষাবাদ করা হয়েছে। কৃষিকে আধুনিক ও যান্ত্রিকরণের করণের মাধ্যমে অল্প খরচে ও স্বল্প শ্রমে অধিক ফলনের মাধ্যমে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর করার লক্ষ্যে সমলয় প্রকল্প কাজ করছে।