বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় হলো দূর্নীতি তৈরীর মূল কারিগর: মামুনুল হক - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় হলো দূর্নীতি তৈরীর মূল কারিগর: মামুনুল হক

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ৪, ২০২৫

ভেড়ামারা প্রতিনিধি ॥ বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব, ঢাকার জামেয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসার মুহতামিম, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বলেছেন, বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় হলো দূর্নীতি তৈরীর মূল কারিগর। দূর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হলে রাষ্ট্র ব্যবস্থায় আমুল পরিবর্তন আনতে হবে। তিনি বলেন, এখন এলাকায় ভাই থাকে। একজন ভাইয়ের অধীনে ৫০-৬০ জন কর্মী থাকে। ভাইয়েরো কোন কাজ নেই। কর্মীদেরও কোন কাজ নেই। অথচ ভাই এই ৫০-৬০ জন কে পরিচালনা করে। তাদের কে দিয়ে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা, চাঁদা আদায় সহ নানা দখলদারিত্ব চালায়। দূর্নীতির আশ্রয় প্রশয় দেয়।

দূর্নীতি মুক্ত দেশ এবং সমাজ বির্নিমান করতে হলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিকল্প নেই। তিনি গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকালে কুষ্টিয়ার ভেড়ামারার বাহাদুরপুর ফুটবল মাঠে বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে উপরোক্ত কথা গুলো বলেন। আল্লামা মামুনুল হক বলেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রথম কাজ হলো নামাজ কায়েম করা। নামাজ কায়েমের মাধ্যমে বিশুদ্ধ এক জাতি তৈরী হবে। এরপরই ইসলামের দ্বিতীয় স্তম্ভ যাকাত আদায় করার কাজে মনোনিবেশ করতে হবে। যাকাত ব্যবস্থা প্রতিষ্টা করতে পারলে দেশে ধনী গরিবের বৈষম্য থাকবে না। এর আগে দুপুর সোয়া ২টায় আল্লামা মামুনুল হক হেলিকপ্টার যোগে বাহাদুরপুর মনোমোহন ফ্যাক্টারীর পাশেই একটি স্থানে অবতরন করেন। সাড়ে ৩টার দিকে তিনি তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান মেহমানের বক্তব্য রাখেন।

মনোমোহন ফ্যাক্টারীর ব্যবস্থানা পরিচালক আলহাজ্ব আতিয়ার রহমান এবং ইকরামুল ইসলামের সার্বিক তত্বাবধায়নে এবং বাহাদুরপুর মোল্লাপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত তাফসিরুল কোরআন মাহফিলে বিশেষ মেহমান ছিলেন, মারকাযুত তারবিয়াহ বাংলাদেশের প্রতিষ্টাতা পরিচালক আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়বী। অনুষ্ঠানে বাহাদুরপুর মোল্লাপাড়া জামে মসজিদের সাবেক ইমাম আলহাজ্ব নাসির উদ্দীন নাসু মৌলভী’র সভাপতিত্বে সকাল ৯টা থেকেই স্থানীয় আলেমরা তাফসীর পেশ করেন।