ভিসি’র ক্যাম্পাস ত্যাগে বন্ধ হয়ে গেল ইবির নিয়োগ বোর্ড - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভিসি’র ক্যাম্পাস ত্যাগে বন্ধ হয়ে গেল ইবির নিয়োগ বোর্ড

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ২৫, ২০২৩
ভিসি’র ক্যাম্পাস ত্যাগে বন্ধ হয়ে গেল ইবির নিয়োগ বোর্ড

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম ক্যাম্পাস ছেড়ে চলে গেছেন। বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮ টার দিকে তিনি সপরিবারে ক্যাম্পাস ত্যাগ করেন। তার ক্যাম্পাস ত্যাগের পর বিশ্ববিদ্যালয়ের পরিবহন ও প্রকৌশল অফিসের বিভিন্ন পদের দুই নিয়োগ বোর্ড স্থগিতের খবর পাওয়া গেছে।

ভিসি’র ক্যাম্পাস ত্যাগে বন্ধ হয়ে গেল ইবির নিয়োগ বোর্ড

ভিসি’র ক্যাম্পাস ত্যাগে বন্ধ হয়ে গেল ইবির নিয়োগ বোর্ড

ভিসি’র ক্যাম্পাস ত্যাগে বন্ধ হয়ে গেল ইবির নিয়োগ বোর্ড

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া এর আগে গত শনিবার শিক্ষক ও চিকিৎসক নিয়োগের তিনটি নিয়োগ বোর্ড স্থগিত করে প্রশাসন।

সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা যায়, আগামী ৪ ও ৫ মার্চ পরিবহন অফিসের হেলপার পদে এবং ১১ মার্চ প্রকৌশল অফিসের উপসহকারী প্রকৌশলী (সিভিল) ও সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদের নিয়োগ নির্বাচনী বোর্ড স্থগিত করা হয়েছে। এ ছাড়া ১২ মার্চ পরিবহন অফিসের চালক পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়। পরে এসব নিয়োগ বোর্ডের তারিখ ও সময় জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

আরও পড়ুন: