বিশেষ প্রতিনিধি ॥ রাষ্ট্র কাঠামো মেরামত ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের হাতে পৌঁছে দিতে কুষ্টিয়ার বটতৈল ইউনিয়নে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে বটতৈল ইউনিয়ন বিএনপির আয়োজনে এলাকার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে প্রচারনা করা হয়। একই সঙ্গে সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বটতৈল ইউনিয়ন বিএনপির নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা বিএনপির সভাপতি ইসমাইল হোসেন মুরাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বটতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ আব্দুল হান্নান মেম্বর ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাজী আনিচুর রহমান আনিচ। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপি সদস্য শহিদুজ্জামান খোকন ও সাবেক কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন প্রধান, সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যাপক মুন্সী নজরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিহাদুজ্জামান জিকু ও আলমগীর হোসেন। এছাড়া বটতৈল ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় সদর উপজেলা বিএনপির সভাপতি ইসমাইল হোসেন মুরাদ বলেন, দেশের বর্তমান রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা পুনর্গঠনে আগামী নির্বাচনে জনগণের সমর্থন অর্জন অত্যন্ত জরুরি। বিএনপির ৩১ দফা কর্মসূচি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহকে পুনর্গঠন, গণতান্ত্রিক ভারসাম্য ফিরিয়ে আনা, মানবাধিকার প্রতিষ্ঠা এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য একটি রূপরেখা হিসেবে কাজ করবে। তিনি আরও বলেন, “গণতন্ত্রহীনতা দূর করতে, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে এবং দেশের ভবিষ্যৎ প্রজন্মকে একটি স্থিতিশীল রাষ্ট্র উপহার দিতে আমাদের এই কর্মসূচি নেওয়া হয়েছে।
জনগণই পরিবর্তনের শক্তি, তাই ৩১দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। কুষ্টিয়া-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপি সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের হাতকে শক্তিশালী করতে ধানের শীষের বিকল্প নেই। নিজেদের মধ্যে ভূল বোঝাবুঝি থাকলে সমাধান করে, জাতীয়তাবাদী শক্তি এক হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। এই নতুন কার্যালয় থেকে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
