কুমারখালী প্রতিনিধি ॥ সৃজনশীল প্রজন্ম সমৃদ্ধ আগামী শ্লোগান নিয়ে অনুষ্ঠিত বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগীতায় কুষ্টিয়ার কুমারখালীর দুই মেধাবী ছাত্র তাওসীব হাসান সাইর ও মোঃ ফেরদাউস শিশির খুলনা বিভাগীয় পর্যায়ে সেরা হওয়ার গৌরব অর্জন করেছে। তাওসীব হাসান সাইব ৬ষ্ঠ-অষ্টম শ্রেণি এবং মোঃ ফেরদাউস শিশির ৯ম-১০ম শ্রেণি গ্র“পে খুলনা বিভাগীয় পর্যায়ে বছরের সেরা মেধাবী হিসেবে স্বীকৃতি লাভ করে। বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ে তারা এই কৃতিত্ব অর্জন করেছে। তাওসীব হাসান সাইর কুমারখালী মথুরানাথ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। তার পিতা তরুন শিল্পপতি রানা টেক্সটাইলের পরিচালক মাসুদ রানা। মোঃ ফেরদাউস শিশির পান্টি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র। সে ওষুধ ব্যবসায়ী মোঃ কামরুজ্জামানের ছেলে। সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৪-এ তারা ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সেরা হয়ে বিভাগীয় প্রতিযোগীতায় অংশ নিয়ে জাতীয় পর্যায়ে যাওয়ার সুযোগ লাভ করলো। বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগীতার খুলনা বিভাগীয় পর্যায়ের যাচাই বাছাই কমিটির আহবায়ক ও বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ ও কমিটির সদস্য সচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, খুলনার উপপরিচালক খোঃ রুহুল আমীন বিভাগীয় পর্যায়ের প্রতিযোগীতা শেষে ২১ এপ্রিল এই দুই সেরা মেধাবীর হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন।
