মিরপুরে আন্তঃস্কুল ফুটবল টুর্ণামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত
কুষ্টিয়ার মিরপুরে ৫০ তম জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেলে মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে এ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

মিরপুরে আন্তঃস্কুল ফুটবল টুর্ণামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত
খেলায় আটিগ্রাম মাধ্যমিক বিদ্যালয় ১-০ গোলের ব্যবধানে বডার গার্ড পাবলিক স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। তীব্র প্রতিদ্বন্দ্বীতা পূর্ণ এ খেলায় প্রথমার্দ্ধে উভয় দল গোল করতে ব্যর্থ হন। খেলার দ্বিতীয়ার্দ্ধে আটিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষে রাজু আহমেদ একমাত্র জয় সূচক গোলটি করেন।
খেলা পরিচালনা করেন মোহাম্মদ রফিক। তাকে সহযোগিতা করেন শরিফুল ইসলাম ও সাইদুল ইসলাম। এ ছাড়াও এ প্রতিযোগিতায় বালিকা ফুটবল টুর্ণামেন্টে পোড়াদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন ও মিরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রানার্সআপ, হ্যান্ডবল বালকে সুলতানপুর সিদ্দিকীয়া সিনিয়র মাদরাসা চ্যাম্পিয়ন ও আমলাসদরপুর মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ, বালিকায় সুলতানপুর সিদ্দিকীয়া সিনিয়র মাদরাসা চ্যাম্পিয়ন ও পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেন। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরন করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মর্জিনা খাতুন।
![]()
উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলামের সভাপতিত্বে এ সময়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, সহকারী শিক্ষা কর্মকর্তা হোসনে মোবারক, একাডেমি সুপারভাইজার জুলেখা খাতুন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন,সাংবাদিক আছাদুর রহমান বাবু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
