খোকসাতে গৃহবধূর হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসাতে গৃহবধূর হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ১৭, ২০২৩
খোকসাতে গৃহবধূর হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

কুষ্টিয়ার খোকসাতে গৃহবধূ জহুরা খাতুন (২৫) কে শ্বাসরোধ করে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার বেলা ১২ টায় উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের জয়ন্তী গ্রামের কলমিপাড়া এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

খোকসাতে গৃহবধূর হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

খোকসাতে গৃহবধূর হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

খোকসাতে গৃহবধূর হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রায় তিন বছর পূর্বে জয়ন্তি হাজরা ইউনিয়নের গোসাইডাঙী গ্রামের আজগর বিশ্বাসের ছেলে ইমরান বিশ্বাসের সাথে কলমিপাড়া এলাকার মৃত রহমত আলীর মেয়ে জহুরা খাতুনের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মোটা অংকের যৌতুক দাবি করে আসছে। এএকপর্যায়ে প্রায় ১০ -১৫ লক্ষ টাকা দিয়ে কসমেটিক্সের দোকান করে দেন জহুরার বাবা বাড়ির লোকজন।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

এরই মধ্যে যৌতুক লোভী স্বামী ইমরান তাঁর ভাবি নাজমা খাতুনের সাথে পরকিয়া প্রেমে জড়িয়ে পড়েন। ভাবির সাথে পরকিয়া দেখে ফেলায় গত ৮ মার্চ সন্ধায় জহুরা খাতুনকে তাঁর স্বামী, শ্বশুর, ভাবি ও ভাসুর মিলে শ্বাসরোধ করে হত্যা করে।

তাঁরা আরো জানায়, এঘটনা গত ৯ মার্চ নিহত জহুরায় ভাই মনিরুজ্জামান বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন। উক্ত মামলায় শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ।

মানববন্ধনে বক্তারা বলেন, যৌতুক না পেয়ে ও ভাবির সাথে স্বামীর পরকিয়া দেখে ফেলায় গত ৮ মার্চ সন্ধায় গৃহবধূ জহুরা খাতুনকে তাঁর স্বামী ইমরান বিশ্বাস, শ্বশুর আজগর বিশ্বাস, ভাবি নাজমা খাতুন ও ভাসুর শহিদুল বিশ্বাস মিলে শ্বাসরোধ করে হত্যা করেছেন। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানান তাঁরা।

খোকসা থানার ওসি মো. সৈয়দ আশিকুর রহমান জানান, জহুরা খাতুনকে শ্বাসরোধ করে হত্যার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। থানায় মামলা পর শ্বশুর আজগরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: