দৌলতপুরে বিদ্যুতের তার দিয়ে প্রাণহানীর চেষ্টা, থানায় অভিযোগ
কুষ্টিয়ার দৌলতপুরের কালিদাসপুর গ্রামে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে বসতবাড়িতে জিআই তারের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রাণহানীর চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শহিদুল ইসলাম।

দৌলতপুরে বিদ্যুতের তার দিয়ে প্রাণহানীর চেষ্টা, থানায় অভিযোগ
দৌলতপুর থানায় জমা দেওয়া লিখিত অভিযোগ ও ভুক্তভোগী শহিদুল ইসলামের সাথে কথা বলে জানা গেছে, জমি জমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জের ধরে দৌলতপুর থানার কালিদাসপুর গ্রামের শহিদুল ইসলামের চাচাতো ভাই পার্শ্ববর্তী লালনগর বিল পাড়া গ্রামের মৃত মালেক প্রামানিকের ছেলে আব্দুল খালেক (৫০) ও আব্দুর রাজ্জাক (৪৪), আব্দুর রাজ্জাকের ছেলে রোদ্র(২০) ও ভাগ্নে মৃত তোফাজ্জল হোসেনের ছেলে কবিরুল (৩৫) পূর্ব পরিকল্পিতভাবে গত পহেলা মে রাতে হত্যা উদ্দেশ্যে শহিদুল ইসলামের বাসা বাড়ির দরজায় জিআই তার সেঁটে রাখেন। জিআই তার দিয়ে বাড়ি দরজা, দরজার হাতল সহ বিভিন্ন স্থানে জড়িয়ে রাখার উদ্দেশ্য ছিল বিদ্যুৎ স্পর্শে শহিদুল ইসলামের পরিবারের লোকজনের প্রাণহানি ঘটানো। তবে জিআই তারের সাথে বৈদ্যুতিক সংযোগ এতে ব্যর্থ হওয়ায় ভুক্তভোগী শহিদুল ইসলাম এবং তার পরিবারের লোকজন প্রাণহানি থেকে রক্ষা পেয়েছেন।
ঘটনাটি এলাকায় জানাজানি হলে ব্যাপক আলোচনা এবং সমালোচনার সৃষ্টি হয়।
শহিদুল ইসলামের প্রতিবেশী কালিদাস পুর গ্রামের মক্কর আলী ও পপি খাতুন জানান, দীর্ঘদিন ধরে শহিদুল ইসলামের পরিবারের লোকজনকে হত্যার উদ্দেশ্যে ও ক্ষতিসাধনের চেষ্টা করে আসছে দুষ্কৃতিরকারীরা।
এর আগেও শহিদুল ইসলামের বাড়িতে রান্নার পাতিলে, টিউবয়েলে ভিতর ও গরুর খাবারে দানাদার বিষ দিয়ে প্রাণহানী ঘটনার চেষ্টাও করা হয়েছে। উক্ত ঘটনাগুলো স্থানীয় লোকজনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা প্রতিবেদককে নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী শহিদুল ইসলামের অভিযোগ, পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বিবাদীরা দীর্ঘদিন ধরে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করে আসছে। সর্বশেষ জিআই তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রাণহানির চেষ্টাও করেছে। বিষয়টি লিখিতভাবে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। থানা পুলিশ ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেছেন।
ভুক্তভোগী শহিদুল ইসলামের লিখিত অভিযোগটি দৌলতপুর থানায় লিখিতভাবে জানানোর পর থানা পুলিশ স্থানীয় কালিদাসপুর পুলিশ ক্যাম্পের টু আইসি এএসআই শাহীন হোসেন ঘটনাস্থল পরিদর্শনকরে তদন্ত করার দায়িত্ব দিয়েছেন।
কালিদাসপুর পুলিশ ক্যাম্পের টু আইসি এএসআই শাহিন হোসেন এই প্রতিবেদককে জানান, থানায় লিখিত অভিযোগের প্রেক্ষিতে ও দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশ মোতাবেক ঘটনাস্থল পরিদর্শনে প্রাথমিকভাবে বাদীর অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তবে বাদী ও বিবাদীদের দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে মামলার ঘটনা রয়েছে। সবগুলো বিষয় আমলে নিয়েই তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
ভুক্তভোগী পরিবার, স্থানীয় গ্রামবাসী ও শহিদুল ইসলামের প্রতিবেশীদের দাবি, ঘটনাটি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
