দৌলতপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুষ্টিয়ার দৌলতপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ আগস্ট, মঙ্গলবার বেলা ১১টায় দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দৌলতপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলার নবাগত জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, বীর মুক্তিযোদ্ধা আলহাজ নজরুল ইসলাম, হায়দার আলী, দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন, দৌলতপুর কলেজের অধ্যক্ষ মো. ছাদিকুজ্জামান খান সুমন, চিলামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল মান্নান, হোলগলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম চৌধুরী ও গণমাধ্যমকর্মী শরীফুল ইসলাম।
এসময় দৌলতপুর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন মিডিয়ার গণমাধ্যম কর্মী ও আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে দৌলতপুর সমাজসেবা অধিদপ্তর ও যুব উন্নয়ন অধিদপ্তরের সুবিধাভোগীদের মাঝে ঋণের চেক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুষ্টিয়া জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজাসহ অন্যান্য অতিথিবৃন্দ।
![]()
