কুষ্টিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৩
কুষ্টিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

“অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি”এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৩ পালন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

কুষ্টিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

কুষ্টিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

কুষ্টিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

১৩ অক্টোবর  সকাল ১০ টাই র‍্যালি শেষে জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দের আয়োজনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এহেতেশাম রেজা এসময় তিনি বলেন আপনারা সকলেই জানেন বাংলাদেশ একটি  নদীমাতৃক দেশ,১৯৭১ সালের পরেই  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই অঞ্চলের উন্নয়নের জন্য জলবায়ু নিয়ে কাজ করতে হবে বলে চিন্তা করেন পরে ১৯৭২ সালে তিনি প্রথম বন্যা পশোমনের কার্যক্রম শুরু করেন।একটি সংস্থার রিপোর্ট বলছে ২০৫০ সালের ভিতরে বাংলাদেশের সমুদ্র পৃষ্ঠের পানি ৫০ সেন্টিমিটার ব্রদ্ধি পাবে তাতে বাংলাদেশের অনেক লোক বাস্তবচ্যুত হবে, বাংলাদেশ জলবায়ুর দিক থেকে অনেক ঝুকিপূর্ণ।

জলবায়ু পরিবর্তনে সবাইকে একযোগে কাজ করতে হবে। প্রত্যেক বছরেই আমরা প্রাকৃতিক দুর্যোগে সম্মুখীন হয়। যার ফলে প্রতিবছর ১০০ কোটি টাকার বেশি লস করে বাংলাদেশ, বর্তমানে বাংলাদেশ সরকার দুর্যোগ প্রশমনে নানান প্রদক্ষেপ গ্রহণ করেছেন, বাংলাদেশ সরকার ইতিমধ্যেই দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ওয়েবসাইটে যেকোনো প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস আগে থেকেই প্রকাশ করে থাকে, তাই সবাইকে সবসময়ই সচেতন থাকতে হবে। আমাদের সবার হাতে স্মার্টফোন আছে তাই সবসময়ই আমরা কখন কোন দুর্যোগ আসছে সে বিষয়ে খোঁজখবর রাখতে হবে এবং সতর্ক  হবো এছাড়া বেশি বেশি গাছ লাগাতে হবে।

কুষ্টিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী,অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল ওয়াদুদ,অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিন বানু, কুষ্টিয়া ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর সহকারি পরিচালক জানে আলম জেলা মুক্তিযুদ্ধ সংসদের সাবেক কমান্ডার রফিকুল আলম টুকু,সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল, জেলা সিনিয়র তথ্য অফিসার আমিরুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বরূপ মুন্সি সহ বিভিন্ন দপ্তর প্রধান গন।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মোহাম্মদ আবদূর রহমান

আলোচনা সভা শেষে কুষ্টিয়া ফায়ার সার্ভিস অগ্নিকান্ড বিষয়ক মহড়া দেয়।

আরও পড়ুন: