কুষ্টিয়ায় তিন বিশিষ্ট ব্যক্তির প্রয়াণে স্মরণসভা
কুষ্টিয়ায় তিন বিশিষ্ট ব্যক্তির প্রয়াণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া আবৃত্তি পরিষদ ও লেখিকা সংঘের আয়োজনে বিকাল চারটায় হাউজিং এডুকেয়ার স্কুল এন্ড কলেজের হলরুমে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়ায় তিন বিশিষ্ট ব্যক্তির প্রয়াণে স্মরণসভা
এ্যাডঃ নাজমুন নাহারের সঞ্চালনায় ও কুষ্টিয়া আবৃত্তি পরিষদের সভাপতি আলম আরা জুঁই’র সভাপতিত্বে সদ্য প্রয়াত অধ্যাপক সুদিন কুমার লাহিড়ী,কবি নুরুন আফা ও বাচিক শিল্পী দেবাশীষ বাগচীর স্মৃতিচারণে বক্ত্যব রাখেন সমাজসেবক ও গবেষক এ্যাডঃ লালিম হক, কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ শিশির কুমার রায়,ইসলামি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সরোয়ার মুর্শেদ,জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি অশোক সাহা, কুষ্টিয়া সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ড.আকলিমা খাতুন ইরা, ওয়ার্কাস পার্টির পুলোট ব্যুরো সদস্য নুর আহমেদ বকুল,ইসলামি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজী বিভাগের অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল, এডুকেয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, উপাধ্যক্ষ রেজাউর রহমান, সনো প্রাইভেট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সামসুল ওয়াসে,প্রয়াত কবি নুরুন আফার কন্যা নুরে মাছুরা লুনা,নাতী ডাঃ রাফিদ,সাংস্কৃতিক ব্যক্তি খলিলুর রহমান মজু ও বিশ্বজিৎ সাহা সন্টু।
এদিকে বাচিক শিল্পী দেবাশীষ বাগচির স্মৃতিচারণ করতে যেয়ে আবেগ আল্পুত হয়ে পড়েন তার স্ত্রী চায়না বাগচী। স্মরনসভায় তিন গুণি ব্যক্তির জীবনী পাঠ করেন কুষ্টিয়া আবৃত্তি পরিষদের সদস্য আব্দুল গাফফার বেলাল,জেসমিন হোসেন মিনি ও রেজাউল করিম মিন্টু।
অনুষ্ঠানে স্বাগত বক্তা হিসেবে বক্ত্যব রাখেন কুষ্টিয়া আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক আসাদুজ্জমান মান্না।
![]()
অনুষ্ঠানে বক্তারা বলেন, কুষ্টিয়া একটি সাংস্কৃতিক জনপদ। এ জেলায় বহুমনিষীর জন্ম হয়েছে। প্রয়াত মনিষীরা রেখে গেছেন তাদের জীবনকর্ম। আজ তাদের জীবনী নতুন প্রজম্মের মাঝে তুলে ধরতে না পারলে তাদের রেখে যাওয়া কৃতকর্ম হারিয়ে যাবে আমাদের মাঝে থেকে। বক্তারা আরো বলেন, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এই ধরনের স্মরণসভার আয়োজন করে এই গুণি ব্যক্তিদের যুগযুগ বাঁচিয়ে রাখতে হবে আমাদের নতুন প্রজন্মদের মাঝে।
