কুষ্টিয়ার প্রবীন আইনজীবি এ্যাড. মাহবুবুর রহমান আর আমাদের মাঝে নেই - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ার প্রবীন আইনজীবি এ্যাড. মাহবুবুর রহমান আর আমাদের মাঝে নেই

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুলাই ৯, ২০২৩
কুষ্টিয়ার প্রবীন আইনজীবি এ্যাড. মাহবুবুর রহমান আর আমাদের মাঝে নেই

কুষ্টিয়ার প্রবীন আইনজীবি এ্যাড. খন্দকার মাহবুবুর রহমান আর আমাদের মাঝে নেই। শনিবার সকাল ১০টায় বার্ধক্যজনিত কারনে চিকিৎসাধিন অবস্থায় ঢাকার সিএমএইসে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫।

কুষ্টিয়ার প্রবীন আইনজীবি এ্যাড. মাহবুবুর রহমান আর আমাদের মাঝে নেই

কুষ্টিয়ার প্রবীন আইনজীবি এ্যাড. মাহবুবুর রহমান আর আমাদের মাঝে নেই

কুষ্টিয়ার প্রবীন আইনজীবি এ্যাড. মাহবুবুর রহমান আর আমাদের মাঝে নেই

প্রবীন আইনজীবি এ্যাড. খন্দকার মাহবুবুর রহমানের মৃত্যুর খবরে কুষ্টিয়া আদালত চত্বর সহ জেলার সর্বত্র শোকের ছায়া নেমে আসে। মরহুমের পারিবারিক সুত্রে জানা গেছে এ্যাড. খন্দকার মাহবুবুর রহমান দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। এ কারনে তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় ঢাকার সিএমএসসে। শনিবার সকাল ১০টায় চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

রবিবার (৯ জুলাই) সকাল ১১টায় কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রথম নামাজের যানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাঁর মরদেহ নেয়া হবে জেলা আইনজীবি ভবন চত্বরে। সেখানে মরহুমের দ্বিতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। পরে কুষ্টিয়া পৌর গোরস্থানে স্ত্রীর কবরের পাশে দাফন সম্পন্ন হবে বলে জানা যায়।

মরহুম এ্যাড. খন্দকার মাহবুবুর রহমান দীর্ঘদিন কুষ্টিয়া বারের আইনজীবি হিসেবে কর্মরত ছিলেন। প্রবীন এই আইনজীবি জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের লিগ্যাল এ্যাডভাইজার হিসেবে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে কাজ করেছেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন আইন বিভাগের খন্ডকালীন শিক্ষকের দায়িত্ব পালন করেন। কুষ্টিয়া বারের সাবেক জিপি ও সিনিয়র আইনজীবি হিসেবে সকলের নিকট পরিচিত ছিলেন। তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের গুরুত্বপুর্ণ দায়িত্ব পালন করেন।

মরহুম খন্দকার মাহবুবুর রহমান চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ঘোষবিলা গ্রামের মৃত খন্দকার ইছাহক আলীর ৫ ছেলের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ পুত্র। মৃত্যুকালে ১ ছেলে ৩ মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এ্যাড. খন্দকার মাহবুবুর রহমানের মৃত্যুর খবরে তাঁর কুষ্টিয়া শহরের কোটপাড়াস্থ ২১/১ কেনি রোডের বাসায় শোকের ছায়া নেমে আসে।

প্রবীণ আইনজীবি এ্যাড. খন্দকার মাহবুবুর রহমানের মৃত্যুতে কুষ্টিয়া জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. নুরুল ইসলাম ও সাধারন সম্পাদক এ্যাড. আবু সাঈদ এবং সরকারী কৌশুলী এ্যাড. অনুপ কুমার নন্দী গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন সেই সাথে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

আরও পড়ুন: