৮ বছরের স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার
কুষ্টিয়ায় ৮ বছর বয়সের দ্বিতীয় শ্রেণীর স্কুল ছাত্রী ধর্ষণ মামলার এজাহার নামীয় প্রধান আসামীকে গ্রেফতার করছে সিপিসি – ১, র্যাব – ১২ কুষ্টিয়া । আটক ধর্ষক মিটন আলী (৫০) কুষ্টিয়া সদর উপজেলার মোল্লাতেঘরিয়া এলাকার রওশন আলীর পুত্র ।

কুষ্টিয়ায় শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার
ঘটনা সূত্রে জানা যায়, গত ২১ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় কুষ্টিয়া জেলার সদর থানাধীন পেঁয়ারাতলা এলাকার ৮ বছর বয়সী দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে একই এলাকার বসবাসকারী নাইট গার্ড মিটন আলী (৫০) কুষ্টিয়া হাউজিং সি বøক খেলার মাঠে অনুষ্ঠিত বাণিজ্য মেলায় নিয়ে যাওয়ার কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে যায়। ভিকটিমের পরিবারের সাথে ধর্ষক মিটন আলীর পূর্ব পরিচয় থাকায় ভিকটিম সরল বিশ্বাসে মিটন আলীর সাথে বাসা থেকে মেলা দেখার উদ্দেশ্যে বের হয়। এরপর ভিকটিমকে নিয়ে মিটন আলী তার পৈতৃক বাড়ি মোল্লাতেঘরিয়া ক্যানলাপাড়ায় এলাকায় নিয়ে যায় এবং পার্শবর্তী একটি ফাঁকা জমিতে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ঐ একই দিন রাত আনুমানিক ১১টায় ভিকটিমকে রিকশাযোগে তাদের পেয়ারাতলার বাসায় পৌঁছে দেয় ধর্ষক মিটন আলী। বাড়িতে পৌঁছানোর পর ভিকটিম তার বাবা-মাকে ধর্ষণের ঘটনাটি জানায়।
উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের বাবা বাদী হয়ে পরদিন ২২ মার্চ কুষ্টিয়া মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০) এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নাম্বার-৪৮ ।
ঘটনাটি কুষ্টিয়ার স্থানীয় পত্রিকায় প্রকাশিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ফলশ্রুতিতে পলাতক আসামি মিটন আলীকে গ্রেফতারে র্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় সিপিসি-০১, র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্প গত ২৪ মার্চ দিবাগত রাতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় কুষ্টিয়া শহর হতে ধর্ষণ মামলার এজাহার নামীয় প্রধান আসামি মিটন আলীকে গ্রেফতার করে।

আসামীকে গ্রেফতারের পর ২৫ তারিখ দুপুর ১২ টায় সিপিসি – ১ কুষ্টিয়া র্যাব অফিসে সংবাদ বিঞ্জপ্তিতে র্যাবের স্কোয়াড্রন লিডার ও কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, মিটন আলী জিজ্ঞাসাবাদে তার অপরাধের কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে। মিটিল আলী কুষ্টিয়া শহরের পেয়ারাতলা এলাকায় নাইট গার্ডের কাজ করতো এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান আছে ।
