নিজ সংবাদ ॥ গতকাল রবিবার (৭ জুলাই) সকাল দশটা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এহেতেশাম রেজা এর সভাপতিত্বে ২০২৩-২৪ অর্থবছরে কুষ্টিয়া জেলার অসচ্ছল সংস্কৃতিসেবীদের মাঝে কল্যাণ ভাতার চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আবদুল ওয়াদুদ,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা) মুমতাহিনা পৃথুলা,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা, ট্রেজারী ও স্ট্যাম্প শাখা) মোঃ মহসীন উদ্দীন,জেলা কালচারাল অফিসার মোঃ সুজন রহমান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সভাপতির বক্তব্য প্রদানকালে জেলা প্রশাসক এহেতেশাম রেজা বলেন, টাকার পরিমাণ যেমনি হোক না কেন, এটি রাষ্ট্রীয় প্রদত্ত স্বীকৃতি।
সংস্কৃতিক চর্চার গুরুত্ব অনুধাবণ করে সরকার আপনাদেরকে প্রাধাণ্য এবং স্বীকৃতি দিচ্ছে। আমরা সকলে জানি একজন শিশু শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে যেমন পূর্ণাঙ্গ মানুষ হয়, ঠিক একই ভাবে তার মাধ্যমে একটি জাতির মেধা ও মান উন্নয়ন বৈশিষ্ট্য সংস্কৃতি চর্চার মাধ্যমে প্রকাশ পায়।
সংস্কৃতিক চর্চার মাধ্যমে শিল্পীরা শিশুদের সামাজিক এবং মানবিক মূল্যবোধ জাগ্ররত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বর্তমান সরকার সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রে শুরু থেকেই অগ্রাধিকার দিয়ে আসছে। সরকারের এই অনুপ্রেরণা সংস্কৃতিক রাজধানী খ্যাত কুষ্টিয়া জেলার সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রীর কারনেই বাংলাদেশের সংস্কৃতি আজ বিশ্ব দরবারে।
