প্রতিবন্ধীদের জন্য কাজ করা ভবনটি আজ যেন নিজেই প্রতিবন্ধী!
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সমাজ সেবা অফিস ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অফিসের কর্মকর্তা-কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। মাঠপর্যায়ে মুক্তিযোদ্ধা, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা, ক্ষুদ্র ঋণ প্রকল্প, পেশাভিত্তিক প্রশিক্ষণ প্রদানসহ ইত্যাদি গুরুত্বপূর্ণ কর্মকান্ড পরিচালনা করে এই সমাজসেবা অফিস।

প্রতিবন্ধীদের জন্য কাজ করা ভবনটি আজ যেন নিজেই প্রতিবন্ধী!
যে কারণে প্রতিদিন গ্রাম থেকে বহু মানুষ এখানে সেবা নিতে আসেন। তাদের আশঙ্কা ভবনের পলেস্তরা খসে মাথার ওপর পড়ে না জানি কখন বড় ধরনের কী দূর্ঘটনা ঘটে যায়।
প্রতিবন্ধীদের জন্য কাজ করা ভবনটি আজ যেন নিজেই প্রতিবন্ধী! ভেড়ামারা উপজেলা সমাজসেবা ভবনটি পুরনো হওয়ায় এর ছাদ থেকে খসে পড়ছে পলেস্তরা। আর বড় বড় ফাটল ধরে দেবে গেছে দেয়ালের একাধিক অংশ। তবুও জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত কাজকর্ম চালিয়ে যাচ্ছেন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। ঝুঁকিমুক্ত নন সেবা প্রত্যাশীরাও।
বাংলাদেশ সমাজসেবা অধিদফতরের নিজস্ব অর্থায়নে ১৯৮৫ সালে নির্মিত হয় এই ভবনটি। আরসিসি পিলার ছাড়াই শুধু ইটের গাঁথুনি দিয়ে তৈরির কারণে ভবনের বিভিন্ন জায়গায় বড় বড় ফাটল ধরে দেবে গেছে বেশ কিছু অংশ। ভবনটির ছাদে জলছাদ না থাকায় বর্ষা মওসুমে পানি চুয়ে অফিস ঘরে পড়তে থাকে। ফলে অফিস র্যাকে থাকা গুরুত্বপূর্ণ রেকর্ড ফাইলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। পলেস্তরা খসে ছাদের রড দেখা যাচ্ছে।
ভেড়ামারা উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু নাসির বলেন, জীবনের ঝুঁকি নিয়ে কাজকর্ম করছি। না জানি কখন মাথার ওপর ছাদ ধসে পড়ে। আবার প্রয়োজনীয় ফাইলপত্র নষ্ট হয়ে যাচ্ছে। বড় ধরনের ঝক্কি ঝামেলায় আছি। বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করলেও কোনো প্রতিকার লাভ করতে পাচ্ছি না। ভবন সংস্কার বা নতুন ভবনের রিকুইজেশন নোট অধিদপ্তরে বহুবার দিয়েছি। কিন্তু ক্ষুদ্র বরাদ্দ আসার কারণে ফান্ড ফেরত চলে গেছে।
![]()
তিনি আরো বলেন, আসলে ভবনটি খুবই ঝুঁকিপুর্ণ অবস্থায় রয়েছে। যে কোন মুহুর্তে বড় ধরনের বিপদ ঘটতে পারে। সেই কারণে পরিস্থিতি বিবেচনায় ভবনটি দ্রুত নির্মাণ আবশ্যক বলে মতামত ব্যাক্ত করেন।
সরেজমিন ঘুরে দেখা গেছে, ভবনটির উপরের ছাদের পলেস্তার খুঁলে পড়ছে, রড গুলো ঢালাই ধরে রাখতে ব্যর্থতার প্রমাণ দিচ্ছে। ভবনের বিমগুলো ফাটল ধরে ভেঙে পড়ার উপকূল হয়ে পড়েছে, দেওয়ালের পলেস্তার খসে পড়ছে কর্মকর্তার টেবিল ও মাথায়। প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে কাজ করছে কর্মকর্তা ও সেবা নিতে আসা সাধারণ মানুষ। সেবা গ্রহীতা ও ভবনে অবস্থানরত কর্মকর্তাদের জানমালের নিরাপত্তা রক্ষার্থে ভেড়ামারা উপজেলা সমাজসেবা ভবনটি পুনঃনির্মাণ করা খুবই জরুরী।
