দৌলতপুরে প্রতিপক্ষের হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় নিহত-২ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে প্রতিপক্ষের হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় নিহত-২

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ৩০, ২০২৩
দৌলতপুরে প্রতিপক্ষের হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় নিহত-২

কুষ্টিয়ার দৌলতপুরের চিলমারীর চরে বিবদমান বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় অগ্নিদগ্ধ ২জনের মৃত্যু হয়েছে। ঢাকা শেখ হাসিনা বার্ণ ইনষ্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রোবববার দুপুর ১.১৫ ও ২টার দিকে তাদের মৃত্যু হয়।

দৌলতপুরে প্রতিপক্ষের হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় নিহত-২

দৌলতপুরে প্রতিপক্ষের হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় নিহত-২

দৌলতপুরে প্রতিপক্ষের হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় নিহত-২

নিহতরা হলেন উপজেলার চিলমারী ইউনিয়নের চিলমারী উত্তপাড়া গ্রামের তোফাজ্জেল হোসেন গেদার ছেলে আক্তার মন্ডল (৩৭) ও মৃত নবীর মন্ডলের ছেলে দিনি মন্ডল (৬৭)।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে রাস্তার জন্য মাত্র এক শতাংশ জমি নিয়ে শিকদার ও খা পক্ষ বনাম মন্ডল পক্ষের মধ্যে প্রায় দুইমাস ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে শিকদার ও খা পক্ষের লোকজন সংগবদ্ধ ও দেশীয় অস্ত্রে সজ্বিত হয়ে মন্ডল পক্ষের লোকজনের উপর অতর্কিত হামলা করে।

এসময় তারা পেট্রোল ঢেলে বাড়ি-ঘরে অগ্নিসংযোগ করে ব্যাপক লুটপাট চালায়। হামলায় ৬জন আগুনে পুড়ে গুরুতর দগ্ধসহ ১৬জন আহত হয়। আহতদের কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয় এবং অগ্নিদগ্ধদের ঢাকায় শেখ হাসিনা বার্ণ ইনষ্টিটিউটে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুরে ২জনের মৃত্যু হয়।

আরও পড়ুন: