মিরপুরে বিএনপির উদ্যোগে প্রচারপত্র বিলি ও মানববন্ধন
সারা দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ১১ই এপ্রিল রোজ মঙ্গলবার বিকাল ৪ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত, বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের উর্ধগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসি দূর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা কর্মসূচী বাস্তবায়নের দাবীতে মিরপুর উপজেলার তিনটি ইউনিয়নে মানববন্ধন ও কেন্দ্রীয় বিএনপি কর্তৃক প্রকাশিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ও আওয়ামী সরকারের সর্বগ্রাসী দূর্নীতির তথ্য সম্বলিত প্রচারপত্র বিলি করা হয়েছে।

মিরপুরে বিএনপির উদ্যোগে প্রচারপত্র বিলি ও মানববন্ধন
মঙ্গলবার এই উপলক্ষ্যে বিকাল ৪টায় কুষ্টিয়া জেলা মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সুন্দা, নফরকান্দি বেশনগর বাজার মোড়ে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয় এবং পরে প্রচারপত্র বিলি করা হয়।
বিকাল ৫টায় কুর্শা ইউনিয়নে কাঠদহর চর ও বালির চর মোড়ে প্রচারপত্র বিলি করা হয়। সর্বশেষে আমবাড়িয়া ইউনিয়নে ৯নং ওয়ার্ডের শাকদহ চর ত্রিমোহনী চত্বরে মানববন্ধন শেষে প্রচারপত্র বিলি করা হয়।
৩টি ইউনিয়নে মানববন্ধন কর্মসূচী ও প্রচারপত্র বিলিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি থেকে মিরপুর উপজেলায় দায়িত্বপ্রাপ্ত কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু।

এ সময় অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন ছাতিয়ান ইউনিয়ন বিএনপি নেতা শাহ আলম ও দুলাল মেম্বারসহ অত্র ইউনিয়নের অঙ্গ সংগঠন সময়ের নেতৃবৃন্দ। আমবাড়িয়া ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক ও মিরপুর উপজেলা বিএনপির সদস্য বকুল আলী, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মাষ্টার, ওয়ার্ড কৃষকদল নেতা আজিবার রহমান, ওমর আলী রুহুল আমিন, ইউনিয়ন ছাত্রদল নেতা মাহমুদুল হাসান তীব্র, মোঃ বিকাশ আলী প্রমুখ।
