চিত্রাঙ্কনে ভেড়ামারার প্রকৃতি ফাইন আর্টস’র পরিচালিকা রুকসানা’র অনন্য দৃষ্টান্ত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

চিত্রাঙ্কনে ভেড়ামারার প্রকৃতি ফাইন আর্টস’র পরিচালিকা রুকসানা’র অনন্য দৃষ্টান্ত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ৩, ২০২৩
চিত্রাঙ্কনে ভেড়ামারার প্রকৃতি ফাইন আর্টস’র পরিচালিকা রুকসানা’র অনন্য দৃষ্টান্ত

রাজধানী ঢাকা ধানমন্ডি সফিউদ্দীন শিল্পালয়ে চিত্র কুটির আর্ট একাডেমির আয়োজনে রেজোয়ানা আক্তার রশ্নির পরিচালনায় ১৭ জন চিত্রশিল্পীর সমন্বয়ে অংকিত চিত্র প্রদর্শনী গত ২৯ শে জুলাই শনিবার বিকেল ৫টায় উদ্বোধন হয়।

চিত্রাঙ্কনে ভেড়ামারার প্রকৃতি ফাইন আর্টস’র পরিচালিকা রুকসানা’র অনন্য দৃষ্টান্ত

চিত্রাঙ্কনে ভেড়ামারার প্রকৃতি ফাইন আর্টস’র পরিচালিকা রুকসানা’র অনন্য দৃষ্টান্ত

চিত্রাঙ্কনে ভেড়ামারার প্রকৃতি ফাইন আর্টস’র পরিচালিকা রুকসানা’র অনন্য দৃষ্টান্ত

৭দিন ব্যাপী এই চিত্র প্রদর্শনী চলমান থাকবে বলে জানা গেছে। আগামী ৪ঠা আগষ্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ০৮টা পর্যন্ত এই চিত্র গ্যালারি খোলা থাকবে।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

জলেরধারা ফাইন আর্টস এর প্রতিষ্ঠাতা সোহাগ পারভেজ সহ উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেশ বরেণ্য চিত্র শিল্পী বীরেন সোম, শিল্পী জামাল আহমেদ ও শিল্পী রনজিৎ দাস।

এই প্রদর্শনীতে ১৭ জন চিত্র শিল্পীর সমকালীন চিত্রের ৩৪টি চিত্রকর্ম স্থান পেয়েছে। কুষ্টিয়া ভেড়ামারা প্রকৃতি ফাইন আর্টস এর পরিচালিকা রুকসানা রহমান এর অংকিত কিছু চিত্রকর্ম এই প্রদর্শনিতে স্থান পেয়েছে। ভেড়ামারা প্রকৃতি ফাইন আর্টস এর পরিচালিকার এই অনন্য প্রতিভায় ভেড়ামারার সকল শ্রেণি পেশার মানুষ সাধুবাদ জানিয়েছেন।

আরও পড়ুন: