কুমারখালীর পান্টিতে ভয়াবহ মরণঘাতী মাদক প্রকাশ্যে চলছে বিক্রি - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীর পান্টিতে ভয়াবহ মরণঘাতী মাদক প্রকাশ্যে চলছে বিক্রি

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ২৬, ২০২৩
কুমারখালীর পান্টিতে ভয়াবহ মরণঘাতী মাদক প্রকাশ্যে চলছে বিক্রি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি বাজারের অলি গলিতে ভয়াবহ মরণঘাতী মাদকের ছড়াছড়িসহ আশে পাশের গ্রামগুলোতে খোলামেলা স্থানে প্রকাশ্যে চলছে মাদক সেবন ও রমরমা ব্যবসা। দীর্ঘদিন ধরে চলে আসছে পান্টিতে ভয়াবহ মরণঘাতী মাদকের রমরমা ব্যবসা। এলাকার স্কুলপড়ুয়া ছাত্ররা ও বিভিন্ন মাদকাসক্ত লোকজনও রেহাই পাচ্ছে না এই মরণঘাতী মাদকের ভয়াবহতা থেকে।

কুমারখালীর পান্টিতে ভয়াবহ মরণঘাতী মাদক প্রকাশ্যে চলছে বিক্রি

কুমারখালীর পান্টিতে ভয়াবহ মরণঘাতী মাদক প্রকাশ্যে চলছে বিক্রি

কুমারখালীর পান্টিতে ভয়াবহ মরণঘাতী মাদক প্রকাশ্যে চলছে বিক্রি

অনুসন্ধানে জানা গেছে, ঈদকে সামনে রেখে পান্টি ইউনিয়ের প্রতিটি গ্রামের এলাকায় মাদকের ব্যবসা চাঙ্গা হয়ে উঠেছে। দিনে রাতে অনেকটা প্রকাশ্যেই বিক্রি হচ্ছে ইয়াবা, ফেনসিডিল, হোরোইন, গাঁজাসহ বিভিন্ন নিষিদ্ধ মাদকদ্রব্য।

পান্টি ইউনিয়নের গ্রামগুলোতে প্রতিদিনই অন্য এলাকার মাদক ব্যবসায়ীরা ভয়াবহ এই মাদকের বড় বড় চালান পৌছায়ে দিয়ে যাচ্ছে। এ এলাকার বেশ কিছু মাদক ব্যবসায়ীরা ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ মরণঘাতী হেরোইন ও বিক্রি করে যাচ্ছে নিয়মিত। আর এসব মরণঘাতী মাদক কিনে নিয়ে গিয়ে খোলামেলা স্থানে প্রকাশ্যেই নিয়মিত নেশাগ্রস্ত হচ্ছে এলাকার নিরীহ ছোট ছোট স্কুলপড়ুয়া ছাত্ররা ও লোকজন। এ যেন এক ভয়াবহ মরণঘাতী মাদকের সাম্রাজ্য। এলাকার কিছু নামকরা মাদকসেবীর মাধ্যমেই এ ভয়াবহ মাদকগুলো বিক্রি করে যাচ্ছে মাদক ব্যবসায়ীরা।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

সরজমিনে পান্টি এলাকায় গিয়ে বিভিন্ন লোকজনের কাছে জানতে পারি এই ভয়াবহ মাদকের ব্যবসার তথ্য ও স্কুল পড়ুয়া ছাত্র ও যুব সমাজ ধ্বংসের করুন অবস্থা। নাম না প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, প্রশাসনের তালিকা ভুক্ত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীরাই মাদক বিক্রির মূল কারণ।এদের কে কঠোরভাবে দমন করতে পারলে আর আমাদের এলাকায় ভয়াবহ মরণঘাতী এই মাদক বিক্রি করতে পারবেনা।

আরো বলেন, আমরা এলাকার অতিসাধারণ মানুষ আমরা এই ভয়াবহ মরণঘাতী মাদক বিক্রির কথা কারোও কাছে বললে,কথা গুলো যদি কেও মাদক ব্যবসায়ীদের কাছে বলে দেয় তাহলে আমাদের বিভিন্ন ভাবে বিপদের সম্মুখীন হতে হয়। এ জন্যই আমরা চোখের সামনে এই ভয়াবহ মরণঘাতী মাদক বিক্রি প্রকাশ্যে করা দেখেও চুপ থাকতে বাধ্য হই। আমাদের কিছুই করার নাই কিন্তু আমরা অসহায়।

আমাদের দাবি প্রশাসনকে বলবো আপনারা আমাদের এলাকাকে এই ভয়বহ মরণঘাতী মাদক থেকে মুক্ত করুন। তা নাহলে আমাদের এলাকার স্কুলপড়ুয়া ছাত্র ও যুবসমাজ ধ্বংস হয়ে যাবে ও আমাদের ছেলেরাও একদিন এই ভয়াবহ থেকে রক্ষা পাবেনা ও মাদক ব্যবসায়ী, মাদকসেবীদের সাথে জড়িয়ে নিবে । তখন আমাদের ছোট ছোট কোমলমতি নিরীহ ছেলেগুলো মাদকাসক্ত হয়ে পড়বে। আমাদের এলাকার উক্ত সমস্যা দেশের নাগরিক হিসাবে আপনাদের সাংবাদিকদের কাছে তুলে ধরলাম। এখন যা ব্যবস্থা নেওয়ার প্রশাসন নিবে আশা করি।

এছাড়া আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী যেখানে এই ভয়াবহ মাদককে জিরো ট্রারালেন্স ঘোষনা করছেন। সেখানে তার পরেও মাদক ব্যবসায়ীরা বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ভয়াবহ মরণঘাতী মাদক ইয়াবা, গাজা,ফেনসিডিলসহ হেরোইনও বিক্রি করে যাচ্ছে।

সরজমিনে ঘুরে দেখা যায়, প্রশাসনের উদাসিনতায় এবং নির্লিপ্ততা মাদকাসক্তাদের জন্য অভয়অরণ্যে পরিণত হয়েছে। প্রশাসনের আরো কঠোর হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।

আরও পড়ুন: