খোকসা পৌর ছাত্রলীগ একটি মডেল সংগঠনে রুপান্তরিত হবে : এমপি জর্জ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসা পৌর ছাত্রলীগ একটি মডেল সংগঠনে রুপান্তরিত হবে : এমপি জর্জ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ১৭, ২০২৩
খোকসা পৌর ছাত্রলীগ একটি মডেল সংগঠনে রুপান্তরিত হবে : এমপি জর্জ

কুষ্টিয়ার খোকসা উপজেলায় খোকসা পৌর ছাত্রলীগের অফিস উদ্বোধন হয়েছে। শুক্রবার বিকেলে খোকসা আধুনিক প্রাইভেট হাসপাতালের উত্তর পাশে বাঁচতে শেখা গেট সংলগ্নে পৌর ছাত্রলীগের নতুন একটি অফিস উদ্বোধন করেন, কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।

খোকসা পৌর ছাত্রলীগ একটি মডেল সংগঠনে রুপান্তরিত হবে : এমপি জর্জ

খোকসা পৌর ছাত্রলীগ একটি মডেল সংগঠনে রুপান্তরিত হবে : এমপি জর্জ

খোকসা পৌর ছাত্রলীগ একটি মডেল সংগঠনে রুপান্তরিত হবে : এমপি জর্জ

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল আখতার, উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা কাঁকন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ফজলুল হক, জয়ন্তী হাজরা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস শকীব খান টিপু,খোকসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক, আমবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ আকমল হোসেন, জানিপুর ইউপি চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান মজিদ, খোকসা আধুনিক প্রাইভেট হাসপাতালের প্রোপাইটার মোঃ হারুন-অর- রশিদ, উক্ত অনুষ্ঠানের সভাপতি করেন খোকসা পৌর ছাত্রলীগের সভাপতি মনির হোসেন হৃদয়। এছাড়াও যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ স্বেচ্ছা সেবক লীগ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

অনুষ্ঠানের প্রধান অতিথি তিনি তার বক্তৃতায় বলেন এদেশের শোষণ, বঞ্চনা, অবহেলিত মানুষের কণ্ঠস্বর বাংলাদেশ ছাত্রলীগ। এদেশের মাটি মানুষের দ্বারা বাংলাদেশ আওয়ামী লীগ গঠিত হয়েছিল। শোষিত, বঞ্চনা এবং অবহেলিত মানুষের কথা জাতীয় সর্বোচ্চ জনপ্রিয়তায় পৌঁছায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আওয়ামী লীগ সংগঠন প্রতিষ্ঠিত হওয়ার আগেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রলীগ সংগঠন প্রতিষ্ঠিত করেছিলেন। ছাত্রলীগ একটি আদর্শের সংগঠন। মুক্তি পাগল মানুষের জন্য সকল ধরনের আন্দোলন এই ছাত্রলীগ সংগঠন থেকে। তাই ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে বাংলাদেশ ছাত্রলীগ। এরকম কোন সংগঠন জাতির ইতিহাসে লেখা নেই। তাই ছাত্রলীগ একটা আদর্শ ভিত্তিক সংগঠন। পৌর ছাত্রলীগ সংগঠন গঠিত হচ্ছে তা যেন খোকসায় একটি মডেল ছাত্র সংগঠন স্থাপন হয়। যদি তা না হয় ছাত্রলীগ আদর্শ, গৌরব, ঐতিহ্য হারাবে।

সে সময় অনুষ্ঠানের বিশেষ অতিথি মো.বাবুল আখতার বলেন শিক্ষা, শান্তি, প্রগতি ছাত্রলীগের মূলনীতি। ছাত্ররাজনীতি হলো মূলধারার রাজনীতি। ছাত্র রাজনীতির মধ্য দিয়েই বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতির বহিঃপ্রকাশ। ছাত্র ছাড়া কেউ যেন এই সংগঠনের মধ্যে প্রবেশ করতে না, শুধু রাজনীতি নয়, তোমাদের নিয়মিত লেখাপড়া চালিয়ে যেতে হবে।

আরও পড়ুন: