নিজ সংবাদ ॥ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা শাখার দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমির হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলনের কুষ্টিয়া জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহমদ আলীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সেক্রেটারি জিএম তাওহীদ আনোয়ারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম,
কুষ্টিয়া জেলা উপদেষ্টা ডাঃ মাওলানা দেওয়ান আব্দুল খালেক, অধ্যক্ষ মোহাম্মদ আলী, মোহাম্মদ আমিনুল ইসলাম মুলতান, সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল্লাহ আখন্দ প্রমূখ। সম্মেলনে প্রধান অতিথি বলেন, পেশী শক্তি ও কালো টাকার ব্যবহার বন্ধে সর্বক্ষেত্রে পিআর পদ্ধতিতেই নির্বাচন হতে হবে। পিআর পদ্ধতির নির্বাচন না হলে কোনো অবস্থাতেই পেশীশক্তি ও কালো টাকার ব্যবহার বন্ধ করা যাবে না। তিনি বলেন, সংস্কারের পূর্বে কোনো নির্বাচন দেওয়া হলে সে নির্বাচন ব্যর্থ হবে। তিনি বলেন, আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ, গ্রহণযোগ্য একটি নির্বাচন চাই। যে নির্বাচনে সকল ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। সম্মেলন শেষে ২০২৫-২৬ সেশনের কমিটি গঠন করা হয়। সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহম্মদ আলী এবং সেক্রেটারি জিএম তাওহিদ আনোয়ার।
