কুষ্টিয়ায় পেঁপে চাষ করে সফল মাস্টার্স পাস যুবক সোহাগ রানা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় পেঁপে চাষ করে সফল মাস্টার্স পাস যুবক সোহাগ রানা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ২৫, ২০২৩
কুষ্টিয়ায় পেঁপে চাষ করে সফল মাস্টার্স পাস যুবক সোহাগ রানা

কুষ্টিয়ায় বিদেশি টপলেডি জাতের পেঁপে চাষ করে সফল হয়েছেন মাস্টার্স পাস যুবক সোহাগ রানা ৷ কুষ্টিয়া সদর উপজেলার উজান গ্রাম ইউনিয়নের গজনবীপুর  গ্রামের আব্দুল হালিম বিশ্বাস এর ছেলে সোহাগ রানা। কুষ্টিয়া সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেন রানা, পরে কিছুদিন চাকুরীর পিছনে ছুটি চাকুরী না হওয়ায় নিজেই কৃষি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখে। একপর্যায়ে সদর উপজেলার কৃষি অফিস থেকে পেঁপে চাষের উপর প্রশিক্ষণ নেয় সোহাগ রানা। পরে ৩৩ শতাংশ জমিতে বিদেশি টপলেডি জাতের পেঁপের চারা রোপন করেন, কৃষি অফিসের পরামর্শক্রমে নিবিড় পরিচর্যায় ৬০ দিনের মধ্যেই পেঁপের ফুল আসা শুরু করে এবং ১১০ দিনের মধ্যেই পেঁপে বিক্রির উপযোগী হয়ে উঠে।

কুষ্টিয়ায় পেঁপে চাষ করে সফল মাস্টার্স পাস যুবক সোহাগ রানা

কুষ্টিয়ায় পেঁপে চাষ করে সফল মাস্টার্স পাস যুবক সোহাগ রানা

কুষ্টিয়ায় পেঁপে চাষ করে সফল মাস্টার্স পাস যুবক সোহাগ রানা 

ইতিমধ্যেই সোহাগ রানা ২০ হাজার টাকার পেঁপে বিক্রি করেছেন এবং প্রতি বছরে আড়াই লক্ষ টাকার পেঁপে বিক্রি করবে বলে আশা করছেন।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

এ বিষয়ে কৃষি উদ্যোক্তা সোহাগ রানা বলেন পড়াশোনা শেষ করে আমি চাকুরীর পিছনে না ছুটে নিজের কিছু করার চেষ্টা করেছি তাই প্রশিক্ষণ নিয়ে পেঁপে চাষ শুরু করি এবং আজ আমি সফল আমার এই ৩৩ শতাংশ জমিতে প্রতি বছরে আড়াই লাখ টাকার পেঁপে বিক্রি করতে পারব এবং একটি গাছ তিন বছর পর্যন্ত ফল দিবে আমার এই উদ্যোগ দেখে আমার এলাকার অনেক বেকার যুবক তারাও পেঁপে চাষ করতে আগ্রহ প্রকাশ করছে,আমি আমার আরো তিন বিঘা জমিতে পেঁপে চাষ করার সিদ্ধান্ত নিয়েছি।

এ বিষয়ে উপসহকারী কৃষি অফিসার আশরাফ সিদ্দিকী বলেন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার বিনির্মাণ প্রথম শর্ত হল মেধাবী জাতি গঠন, আর এই মেধাবী জাতি গঠনের প্রথম ধাপ হলো পুষ্টীকর ও নিরাপদ খাদ্য, আমরা সে কাজটি সদর উপজেলা কৃষি অফিস থেকে করে যাচ্ছি যেন কৃষকরা নিরাপদ পুষ্টিগুণ সম্পন্ন বিভিন্ন উৎপাদনশীল পণ্য চাষ করতে পারে। এছাড়া আমরা নতুন উদ্যোক্তা তৈরি করার কাজ করছি। সোহাগ রানার মত অনেককেই আমরা বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ দিচ্ছি এবং তাদের কৃষি উদ্যোক্তা হওয়ার সার্বিক সহযোগিতা করছি। আজকে এই পেঁপে চাষ করে সোহাগ রানা সফল। পেঁপেতে দুটি পুষ্টিগুণ রয়েছে এটা কাঁচা খেলে ভিটামিন সি এর কাজ হবে এবং পাকা খেলে ভিটামিন এ এর কাজ হবে। সদর উপজেলা কৃষি অফিস কৃষকদের সব ধরনের সহযোগিতায় সব সময় পাশে আছে।

আরও পড়ুন: