পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে আহত অন্তত ২০ জন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে আহত অন্তত ২০ জন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ৭, ২০২৪

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী গ্রাম পূর্ব শত্রতার জের ধরে ঘরবাড়ি ভাঙচুর, দোকানপাট লুট ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

গতকাল মঙ্গলবার সকাল ৭:৩০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন, মৃত: আলী আহমেদ মাষ্টারের ছেলে মো: আনোয়ার আলী, আয়োব , রাজু, আশরাফুল, খোকন, রুবেল, নিজাম, সোহেল রানা, বাকের সহ আরো অনেকেই।

স্থানীয়দের থেকে জানা যায়, পূর্ব শত্রু তার জের ধরে অনেকদিন যাবত জিয়ারখী গ্রামে আহসান সরদার ও আজিজুল এর  হাঙ্গামা চলে আসছে। এরই কারণ বসতে আজিজুল ও তার দলবল পাশের এলাকা থেকে লোক ভাড়া করে এনে আহসান সরদারের লোকের ঘরবাড়ি ভাঙচুর ও দোকানপাটে লুট করে অতঃপরে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয় সব। এমনত অবস্থায় আইন-শৃঙ্খলা বাহিনীদের সাথে অধিকাংশবার যোগাযোগ করলে তারা ফোন ধরেনি।