কুষ্টিয়ায় নারী লাঠিয়ালদের পূর্ণমিলনী ও লাঠি খেলা অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় নারী লাঠিয়ালদের পূর্ণমিলনী ও লাঠি খেলা অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ৩, ২০২৩
কুষ্টিয়ায় নারী লাঠিয়ালদের পূর্ণমিলনী ও লাঠি খেলা অনুষ্ঠিত

ঐতিহ্যের ৯০ বছর পূর্তি উপলক্ষে কুষ্টিয়ায় নারী লাঠিয়ালদের পূর্ণমিলনী ও লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ লাঠিয়াল বাহিনী কেন্দ্রীয় দপ্তরের আয়োজনে ২ আগস্ট শনিবার বিকেলে শিল্পকলা একাডেমিতে পূর্ণমিলনী ও লাঠি খেলাটি অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়ায় নারী লাঠিয়ালদের পূর্ণমিলনী ও লাঠি খেলা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় নারী লাঠিয়ালদের পূর্ণমিলনী ও লাঠি খেলা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় নারী লাঠিয়ালদের পূর্ণমিলনী ও লাঠি খেলা অনুষ্ঠিত

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড.সরিফা সালোয়া ডিনা। এসময় তিনি বলেন কুষ্টিয়া হলো সাংস্কৃতিক রাজধানী এই কুষ্টিয়ার নারীরা যে লাঠিয়াল বাহিনী গড়ে তুলেছেন তারা যে সেলভ ডিফেন্স করছে লাঠি খেলার মাধ্যমে সেটা সত্যি অনেক গর্বের বিষয়। এই লাঠিয়াল খেলা নারী জাগরণে বলিষ্ট ভূমিকা পালন করছে। একটা সময় বাংলাদেশের নারীরা সব দিক থেকে পিছিয়ে ছিল কিন্তু বর্তমানে বাংলাদেশে নারীরা সব দিক থেকে এগিয়ে যাচ্ছে। নারী পুরুষের বৈষম্য এখন আর নাই। এখন নারীরা লাঠি খেলার মাধ্যমে নিজেকে নিজেই আত্মরক্ষা করতে পারছে । লাঠি খেলার মাধ্যমে একদিকে যেমন শারিরীক কসরত হচ্ছে অপর দিকে মানুষিক বিকাশ ও ঘটছে।লাঠি হলো মারামারি জন্য নয় লাঠি হলো আত্মরক্ষার জন্য নিজেকে বাঁচানোর জন্য শত্রুর হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য। ছোট বয়স থেকেই মেয়েদের লাঠি খেলার মাধ্যমে যে শারীরিক ও মানুষিক যে বিকাশ ঘটছে তা মেয়েদের পথ চলতে অনেক সুবিধা হবে।

কুষ্টিয়ায় নারী লাঠিয়ালদের পূর্ণমিলনী ও লাঠি খেলা অনুষ্ঠিত

এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, এসময় তিনি বলেন লাঠি একটা শক্তি সেই লাঠি আয়ত্ত করেনিজেকে সেভ করা যায়, তবে আজকে দেখলাম মেয়েরা যেভাবে লাঠি খেলা আয়ত্ত করেছে তারা নিজেরাই নিজেদের আত্মরক্ষা করতে পারবে। লাঠি এমন একটা শক্তি যেটা যা ৬৯ ও ৭০ সালে আমরা বাশের লাঠি নিয়ে মিছিল করে বলেছিলাম বাশের লাঠি তৈরি কর বাংলাদেশ স্বাধীন করো।সেদিনের সেই লাঠি আজকে আত্মরক্ষার প্রতিক হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমি সবসময় এই লাঠিয়াল বাহিনীদের সাথে আছি এবং যেকোনো সহযোগীতা করতে প্রস্তুত,আজকে এই লাঠি খেলার সবার উদ্দ্যেশ করে বলতে চাই আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে সুন্দর সমাজ গড়ে তুলবো।

কুষ্টিয়ায় নারী লাঠিয়ালদের পূর্ণমিলনী ও লাঠি খেলা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় নারী লাঠিয়ালদের পূর্ণমিলনী ও লাঠি খেলা অনুষ্ঠিত

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলে, তোফাজ্জল হেলথ ক্লিনিকের পরিচালক ডা: আসমা জাহান লিজা, কবি নজরুল সরকারি কলেজের প্রফেসর ড. নুরুন নাহার লিনা, বাংলাদেশ লাঠিয়াল বাহিনীর সহ-সভাপতি জহুরুল হক চৌধুরী, জেলা শিল্পকলার সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, ডা:শাহানা আক্তার চৌধুরীর সভাপতিত্বে এসময় কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন অঞ্চলের লাঠিয়ালরা উপস্থিত ছিলেন।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

অনুষ্ঠানের শুরুতেই বর্ণাঢ্য রেলি করে লাঠিয়াল বাহিনীর সদস্যরা, পরে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভার পাশাপাশি কুষ্টিয়া সহ বিভিন্ন অঞ্চলের লাঠিয়ালরা লাঠি খেলা প্রদর্শন করেন এবং লাঠিয়ালদের মাঝে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করেন অতিথিরা।

আরও পড়ুন: