পিছিয়ে পড়া নারীদের জন্য কুষ্টিয়ায় একটি মহিলা ক্যাডেট কলেজ নির্মাণ জরুরী : হানিফ এমপি - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

পিছিয়ে পড়া নারীদের জন্য কুষ্টিয়ায় একটি মহিলা ক্যাডেট কলেজ নির্মাণ জরুরী : হানিফ এমপি

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ২৮, ২০২৪

রঞ্জুউর রহমান ॥ গতকাল বৃহস্পতিবার (২৭ জুন) সকাল দশটা জেলা প্রশাসনে সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এহেতেশাম রেজা সভাপতিত্বে জেলা  জনশুমারি ও গৃহগণন ২০২২ এর  রিপোর্ট প্রকাশনা ও জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) সাংসদ মাহবুবউল আলম হানিফ। এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পলাশ কান্তি নাথ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সাদর উদ্দিন  খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, কুষ্টিয়া ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আবদুল ওয়াদুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মিজানুর রহমান, দৌলতপর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রিতম শীল, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল হক, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেসা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা ও উপপরিচালক, স্থানীয় সরকার (অ.দা) মোঃ কাওছার হোসেন, সিনিয়র সহকারী কমিশনার (রেভিনিউ মুন্সিখানা শাখা, ভূমি অধিগ্রহণ শাখা ও জেনারেল সার্টিফিকেট শাখা) মোঃ জিল্লুর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ব্যবসা, বানিজ্য ও বিনিয়োগ শাখা, রেকর্ডরুম শাখা) আদিত্য পাল, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,মুমতাহিনা পৃথুলা,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা, প্রবাসী কল্যাণ শাখা) সৈয়দ আফিয়া মাসুমা,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (আইসিটি শাখা ও ই-সেবা কেন্দ্র) মোঃ তাফসীরুল হক মুন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (আইসিটি শাখা) মোঃ জাহিদ হাসান,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ই-সেবা কেন্দ্র ও স্থানীয় সরকার শাখা) আবু সালেহ মোঃ নাসিম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (গোপনীয় শাখা)মোঃ আব্দুর রকিব, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ফরমস এন্ড স্টেশনারি শাখা ও লাইব্রেরি শাখা) ফারজানা সুলতানা,মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপপরিচালক পারভীন আক্তার, গণপূর্ত বিভাগ নির্বাহী প্রকৌশলী মোঃ নুরুজ্জামান হোসেন জাহির, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক সুচন্দন মন্ডল।

বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন,  সিভিল সার্জন কুষ্টিয়া ডাঃ মোঃ আকুল উদ্দিন, জেলা কালচারাল অফিসার মোঃ সুজন রহমান সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ ইলেকট্রনিক ও প্রিন্ট  মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

জেলা উন্নয়ন সমন্বয় সভা জেলা বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে আলোচনা ও দিকনির্দেশনা দেয়া হয়।

প্রধান অতিথির হিসাবে অলোচনা কালে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সাংসদ মাহবুবউল আলম হানিফ বলেন, একটি জাতিকে উন্নত করতে হলে পুরুষ এবং নারী উভয়কে  সমানভাবে এগিয়ে যেতে হবে। নারীকে পেছনে রেখে উন্নতির আশা করা দুঃস্বপ্ন ছাড়া কিছুই নয়।  শুধু পুরুষেরা লেখাপড়া করে চাকুরী কিংবা ব্যবসা-বাণিজ্য করলো আর নারীরা ঘরে বসে থাকলে সেই  জাতি কখনো উন্নতি লাভ করতে পারে না। এজন্য বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক উদ্যোগ গ্রহণ করেছেন এবং অনেক সুযোগ-সুবিধা দিয়েছেন। বর্তমান বাংলাদেশের নারীরা  পুলিশ, প্রশাসন, সেনাবাহিনী, বিমানবাহিনী এমনকি জাতিসংঘের শান্তি মিশনেও নারীরা দেশের জন্য সুনাম বয়ে আনছে। তিনি বলেন, পিছিয়ে পড়া নারীদের জন্য কুষ্টিয়ায় একটি মহিলা ক্যাডেট কলেজ নির্মাণ জরুরী।