বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার প্রবীণ আওয়ামী লীগ নেতা সাবেক পৌর মেয়র আনোয়ার আলীর পুত্র পারভেজ আনোয়ার তনুকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর কল্যাণপুর থেকে ডিবি পুলিশের হাতে আটক হয়েছেন পারভেজ আনোয়ার তনু। বিষয়টি নিশ্চিত করেছেন তারই চাচা শাহিনিয়ার রহমান তপো।
তিনি জানান, সম্প্রতি আমার ভাতিজা আওয়ামী লীগের কোন পদে নেই। তবুও তাকে ডিবি পুলিশ আটক করেছে। আমার ভাতিজা ঢাকায় নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এসময় তারা ডিবি পুলিশ পরিচয় দেন। সেখান থেকে তনুকে গোয়েন্দা পুলিশের একটি টিম তাদের কার্যালয়ে তুলে নিয়ে যায়। তবে কি কারনে, কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।
তথ্য সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের পর কুষ্টিয়ার আদালতে আনোয়ার পারভেজ তনুর বিরুদ্ধে একটি নাশকতার মামলা রয়েছে। তনুর বাবা আনোয়ার আলী কুষ্টিয়া পৌরসভার বারবার নির্বাচিত মেয়র ছিলেন। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদকও ছিলেন তিনি।
তবে সাধারণ জনগণ সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ পুলিশের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন, আবার কেউ বলছে বিষয়টি তদন্তসাপেক্ষে দেখা উচিত। গত বছরের ৫ আগষ্ট আওয়ামী লীগের পতন হলে পৌরসভার মেয়র পদ হারিয়েছেন আনোয়ারা আলী। পরবর্তীতে ৫ আগষ্টে তনুর বিরুদ্ধে নাশকতা মামলা হলে গা ঢাকা দেন তিনি।
এব্যাপারে কুষ্টিয়া ডিবি পুলিশের এক পুলিশ কর্মকর্তার সাথে আলাপচারিতায় তিনি জানান, সম্প্রতি সোস্যাল মিডিয়া ফেসবুকে কুষ্টিয়ার সাবেক পুত্র তনুর গ্রেফতার বিষয়ে অনেক পোস্ট দেখেছি। তবে আমরা কুষ্টিয়া পুলিশ অবগত নেই। তবে তাকে যদি পুলিশ গ্রেফতার করে তাহলে আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
