পানের বরজে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে বিএনপির চাল বিতরণ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

পানের বরজে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে বিএনপির চাল বিতরণ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ৮, ২০২৪

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা বাহাদুর পুর ইউনিয়ন পানবরজ সহ  বিভিন্ন ফসল আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত অসহায় কৃষকদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে থেকে  চাউল বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় নেত্রী ফরিদা ইয়াসমিন। গতকাল রবিবার (৭ এপ্রিল) সকাল ১১টায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুর পুর ইউনিয়নের রায়টা, আড়িয়াকান্দী, মাধবপুর গ্রামে ফসলের মাঠে  গত ১০ মার্চ রবিবার  পানবরজ সহ বিভিন্ন ফসলে আগুন লেগে পুড়ে যায় আগুনের লেলিহান শিখায় পুড়া ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের মাঝে বিএনপির জাতীয়  নির্বাহী  কমিটির সদস্য, অবিভক্ত ঢাকা মহানগর মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক, কুষ্টিয়া-২ মিরপুর ভেড়ামারা আসনের গণমানুষের নেত্রী ফরিদা ইয়াসমিন এর পক্ষে ক্ষতি গ্রস্ত কৃষক পরিবারের মাঝে চাউল বিতরণ করেন কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বকুল আলী, বিএনপি নেতা শাহজালাল মিন্টু, ২ নং ওয়ার্ড বিএনপি নেতা মকলেছুর রহমান, ১নং ওয়াড বিএনপি নেতা আবু হাসান, রমজান আলী, ছানোয়ার হোসেন, ভেড়ামারা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ওলিউর রহমান, আব্দুর রহমান, ভেড়ামারা উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ সাহাজুল ইসলাম, মোঃ সজিব হোসেন, সাবেক ছাত্র নেতা মোঃ রফিকুল ইসলাম, ছাত্রনেতা আলমগীর হোসেন, মিঠুন প্রমূখ। উল্লেখ্য গত মার্চ মাসের ১০ তারিখ রোববার সকাল ১১ টার সময় ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাট এলাকায় পানের বরজ থেকে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয় লোকজন আগুন দেখে ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনে সংবাদ দিলে দ্রুত ঘটনাস্থলে ভেড়ামারা ফায়ার সার্ভিসের ইউনিট স্থানীয় জনগণের সাথে করে আগুন নেভানোর কাজ শুরু করে। কিন্তু ফাঁকা মাঠ আর  বাতাসের তীব্রতার কারণে দ্রুত আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে এতে করে  মাঠে থাকা কৃষকদের পানের বরজ একের পর এক পুড়ে ছাই হয়ে গেছে।  আনুমানিক প্রায় ৫ কিলোমিটার বিস্তৃর্ণ এলাকা জুড়ে কয়েক একর জমির পান বরজের পান পুড়ে ছাই হয়ে গেছে পাশাপাশি গমের ফসল, কলা বাগান, ফলজ ও বনজ বাগান স্থানীয়দের মতে যার আনুমানিক ক্ষয়ক্ষতির মূল্য প্রায়ই ৩০ কোটি টাকা। স্থানীয় কৃষক জানান তার প্রায় ত্রিশ পিলি বরজ পুড়ে ছাই হয়ে গেছে যার দাম তাও দেড় লাখ টাকা তিনি আরো বলেন আমার মতো এখানে শতাধিক কৃষকের পানের বরজ আছে যা তিনশো থেকে পনের শত পিলি ছিল জমির হিসেবে কারো দুই বিঘা কারো পাঁচ বিঘা স্থানীয় কৃষক বকুল আলী বলেন, তার পান বরজের পানের দাম প্রায় পাঁচ লক্ষ টাকার মতো স্বপ্ন দেখেছিলাম এবার চৈত্র মাসে বিক্রি করে থাকার জন্য একটা পাকা বাড়ি তৈরি করবো আমার সে স্বপ্ন আজ পুড়ে ছাই হয়ে গেল, এমনি ভাবে আহাজারি করছিলেন সুমন, রহিমদ্দিন, স্বপন, তৌহিদ, নাজমুল এর মতো শত শত মানুষ, কৃষকের পাশাপাশি স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে পরিবেশ কেউ খোঁজে তার সন্তান কে, কেউ স্বামী কে, নারীদের অনেকেই বুক চাপড়ে কাঁদতে কাঁদতে বলে আমার সব শেষ হয়ে গেল এখন কি করে খাবো আর কি দিয়ে সমিতির কিস্তি দিবো আল্লাহ চলার মতো আমাদের আর কিছুই থাকলো না। তাৎক্ষণিক বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কুষ্টিয়া-২ আসনের জননেত্রী ফরিদা ইয়াসমিনের নিদের্শনায় ঘটনার স্থান পরিদর্শন করেন ভেড়ামারা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ মিন্টু, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি হাফিজুর রহমান হাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক বকুল আলী, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক ফিরোজ আহাম্মদ তপন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, আমরা সকাল ১১ টার সময় সংবাদ পেয়ে ঘটনা স্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করি। কিন্তু ফাঁকা মাঠের কারণে বাতাসের গতি ছিলো অনেক বেশি। পানি মারলে সঙ্গে সঙ্গে একটা বড় যে আগুন ধরে যাচ্ছে। তাই অবস্থা বেগতিক দেখে আমরা কুষ্টিয়া সদর, মিরপুর ফায়ার সার্ভিস অফিসে সংবাদ দিলে তারা এসে একসঙ্গে আগুন নেভানোর কাজ করছি। কিভাবে আগুন ধরেছে এখনো বলতে পারবো না। তবে পূর্বশত্র“তার জের ধরে আগুন ধরছে কিনা এটা আমরা খতিয়ে দেখবো। ফায়ার সার্ভিসের পাঁচটা ইউনিট এবং স্থানীয় জনগণের প্রচেষ্টায় দীর্ঘ প্রায় ৬ ঘন্টা শেষে কাজ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় তবুও ধোঁয়ার কুন্ডলী উড়তে দেখা যায় যা প্রমাণ দিয়ে যায় এ যেন ধোঁয়া নয় এটা হাজারো কৃষকের স্বপ্ন পোড়ার চিহ্ন।