পাটিকাবাড়ী ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে সিরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

পাটিকাবাড়ী ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে সিরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ৩, ২০২৪

নিজ সংবাদ ॥ পাটিকাবাড়ী ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে সিরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২ অক্টোবর) বাদ মাগরিব খেজুরতলা জামে মসজিদে পাটিকাবাড়ী ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে মহানবীর জীবনী নিয়ে এক সিরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামীর ইউনিয়ন ওলামা বিভাগের সেক্রেটারী মাওঃ আবু সুফিয়ান শাওনের পরিচালনায় এবং হাফেজ মুস্তাফিজুর রহমান সা’দ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে  উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে  ইসলামী আমবাড়ীয়া ইউনিয়নের আমীর অধ্যাপক আবদুর রব, বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী কুষ্টিয়া পৌরসভার ৫নং ওয়ার্ড সেক্রেটারী মোঃ মোমিমুর রহমান, পাটিকাবাড়ী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মোঃ উসমান গনি ও সহকারী সেক্রেটারী গোলাম মর্তুজা খান।

প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হামিদ মিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পেশ করেন খেজুরতলা ৩ নং ওয়ার্ডের সাবেক মেম্বর আবু দাউদ। সিরাতুন্নবী (সাঃ) এর আলোচনায় প্রধান আলোচক অধ্যাপক আবদুর রব বলেন, পৃথিবীর সমস্ত মানুষের জন্য মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) জীবন অনুসরণ ও অনুকরণ করার মাধ্যমেই আবার শান্তি প্রতিষ্ঠা সম্ভব। মহানবীর আদর্শকে সমাজে বাস্তবায়ন করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাধ্যমে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী সমাজ গঠনে অগ্রণী ভুমিকা রাখার আহ্বান জানান।