আজাদ সানিঃ কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী মাতৃভূমি সমাজ কল্যাণ সংস্থা’র আয়োজনে ক্রিকেট টুর্ণানেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১১ জানুয়ারি) বিকেলে পাটিকাবাড়ীতে অনুষ্ঠিত সিজন-১ এর ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলায় মাতৃভূমি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি শেখ মতিয়ার রহমান কনকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পের এএসআই আকতারুজ্জামান। ৮ দলের খেলা শেষে ফাইনাল খেলায় মাজু টিম বয়েজ-ডম্বলপুর একাদশ টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হবার সৌভাগ্য অর্জন করেন। খেলাটি পরিচালনা করেন মামুন রেজা ও মহন কুমার। মাতৃভূমি সমাজ কল্যাণ সংস্থা’র আয়োজনে এবং তমাল, সোহাগ কমিটির সার্বিক সহযোগীতায় অনুষ্ঠিত খেলায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটিকাবাড়ী ৬ নং ওয়ার্ডের মেম্বার শেখ আবুল কাশেম, সাবেক খেলোয়ার শেখ রুবেল, খেলোয়ার আব্দুল মালেক, খেলোয়ার হেলাল উদ্দিন, মাতৃভূমি সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোছা পাপিয়া সুলতানা, বিশিষ্ট ব্যবসায়ী সাচ্চু, রনি আহাম্মেদ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
