নিজ সংবাদ ॥ কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়ন বিএনপির আয়োজনে আলোচনা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর ৩টায় পাটিকাবাড়ী ইউনিয়নের খেজুরতলা পূর্ব পাড়ায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। পাটিকাবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল খালেক এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে পাটিকাবাড়ি ইউনিয়ন বিএনপি’র সভাপতি সেলিম রেজা। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মনোহরদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হায়াত আলী ও গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আলফা এবং ইউনিয়ন যুবদল নেতা ও পাটিকাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন, পাটিকাবাড়ি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মতিউর রহমান লিটন মেম্বার, কুষ্টিয়া সদর থানা জিয়া মঞ্চের আহ্বায়ক তুহিন ইসলাম, জাহিদ ফাউন্ডেশন এর এমডি জনাব জাহিদুল ইসলাম জাহিদ, পাটিকাবাড়ি ইউনিয়ন বিএনপির নুরুল ইসলাম, আমজাদ হোসেন, ডাঃ লাবলু হোসেন, জাকির হোসেন মাস্টার, কুষ্টিয়া সদর থানা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন রনি, আয়ুব আলী এবং জনি আহমেদ প্রমূখ। উক্ত আলোচনা সভা ও কর্মী সমাবেশে সার্বিক সহযোগিতা করেন কুষ্টিয়া সদর থানা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ। আলোচনা সভায় বক্তারা ইউনিয়নের সার্বিক উন্নয়নের বিষয়ে আলোকপাত করে বলেন, হানাহানির রাজনীতি বাদ দিয়ে সবাইকে একতাবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করতে হবে। সেই সকল অপশক্তি ও অপরাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
