মিরপুরে ডাবের পানির সাথে চেতনানাশক মিশিয়ে পাখিভ্যান ছিনতাই, ভ্যানচালকের মৃত্যু - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে ডাবের পানির সাথে চেতনানাশক মিশিয়ে পাখিভ্যান ছিনতাই, ভ্যানচালকের মৃত্যু

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ১৫, ২০২৩

কুষ্টিয়ার মিরপুরে ডাবের পানির সাথে চেতনানাশক দ্রব্য মিশিয়ে খাইয়ে অজ্ঞান করে পাখি ভ্যান ছিনতাই করেছে একটি চোর চক্র। বুধবার (১৪ জুন) বেলা ১১টার সময় মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের নগরবাকা বটতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

মিরপুরে ডাবের পানির সাথে চেতনানাশক মিশিয়ে পাখিভ্যান ছিনতাই, ভ্যানচালকের মৃত্যু

মিরপুরে ডাবের পানির সাথে চেতনানাশক মিশিয়ে পাখিভ্যান ছিনতাই, ভ্যানচালকের মৃত্যু

মিরপুরে ডাবের পানির সাথে চেতনানাশক মিশিয়ে পাখিভ্যান ছিনতাই, ভ্যানচালকের মৃত্যু

নিহত ভ্যানচালকের নাম আব্দুর রাজ্জাক(৫৫)।সে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার পারকুলা আবাসন এলাকার বাসিন্দা।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

পুলিশ ও পারিবারিক সুত্রে জানা যায়-নিহত আব্দুর রাজ্জাক খুবই দরিদ্র একজন ব্যক্তি ছিলেন।তার এহেন দারিদ্রতার অবস্থা জানতে পেরে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে ৪০ হাজার টাকা মূল্যমানের একটি ব্যাটারি চালিত পাখিভ্যান উপহার দেন। প্রতিদিনের ন্যায় সেই ব্যাটারিচালিত পাখিভ্যান নিয়ে বুধবার সকালে ভাড়া মারার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হয়ে মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের নগরবাকা এলাকায় পৌছালে একটি চোরচক্র ভ্যানচালককে কৌশলে ডাবের পানির সাথে চেতনানাশক দ্রব্য মিশিয়ে খাইয়ে অজ্ঞান করে ঐ ভ্যান নিয়ে চলে যায়। পরে তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঐ ভ্যানচালকের মৃত্যু হয়।

চোরচক্রের ৩ জন পালিয়ে যেতে সক্ষম হলেও স্থানীয় জনগন একজনকে আটক করতে সক্ষম হয়। আটক চোর দিনাজপুর সদর উপজেলার বালুয়াডাঙ্গা এলাকার বাবুল মিয়ার ছেলে মোমিনুল ইসলাম মোমিন বলে জানা গেছে।

এঘটনায় তার স্ত্রী মাজেদা খাতুন (৪৬) বাদী হয়ে মিরপুর থানায় একটি এজাহার দায়ের করেছেন।

আরও পড়ুন: