ভেড়ামারায় পাওনা টাকা ফেরত চাওয়াই এলোপাথাড়ি আঘাত
ভেড়ামারা গোলাপনগর সোলেমান শাহ্ রাস্তার পাশে আশসেফা মেডিকেল হল এ রবিবার ০৯/০৪/২০২৩ ইং তারিখে ডাঃ মো: আবু হাসান (৩৭) এর কাছে মোঃ শাহিন বিশ্বাস চিকিৎসার জন্য আসে এবং চিকিৎসা শেষে পূর্বের চিকিৎসা বাবদ তার পাওনা টাকা ফেরত চাইলে (ডাঃ আবু হাসান) কে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তার সাথে থাকা ৪ জন একত্রি হয়ে হাতুড়ি পাইপ দিয়ে তাকে এলোপাথাড়ি আঘাত করেন।

ভেড়ামারায় পাওনা টাকা ফেরত চাওয়াই এলোপাথাড়ি আঘাত
শাহিন হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করতে গেলে ডাঃ আবু হাসান তার হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করলে ডান হাতের কনুইয়ের নিচে লেগে গুরুতর হাড়ভাঙ্গা জখম প্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে আশে পাশের লোক জন তার চিৎকার চেঁচামেচি দেখে ডাঃ আবু হাসান কে সবাই ধরে এবং ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং কর্তব্যরত চিকিৎসক তার এ অবস্থা দেখে দ্রুত ভর্তি করেন।
ডাঃ আবু হাসান তার বুকে আঘাত লাগার কথা জানান এবং ডাঃ আবু হাসান সে নিশ্বাস নিতে কষ্ট হচ্ছে বলে চিকিৎসকে এ কথা জানান এবং চিকিৎসকরা তাকে অক্সিজেন দেওয়ার কথা বলেন এবং চিকিৎসকরা তার পরিবারকে এটাও জানিয়ে রাখেন যদি এখানে চিকিৎসা করে কোন উন্নতির দিক না দেখা যায় রুগিকে ঢাকাতে নিয়ে যেতে বলেন।

এতে করে ভেড়ামারা থানা থেকে রুগির লোকজনকে বলেন আপনারা ডাঃ আবু হাসানকে চিকিৎসার ব্যবস্থা করেন এবং ডাঃ আবু হাসান এর ছোট ভাই মো: কামরুল ইসলাম তার পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা করে অত্র থানায় লিখিত অভিযোগ দায়ের করতে বিলম্ব হয় এবং মো: কামরুল ইসলাম বলেন উক্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহনে জনাবের একান্ত মর্জি হয়।
