মোশারফ হোসেন ॥ কুষ্টিয়া কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের ৩৩ টি বেড সরবরাহ করা হয়েছে। সরবরাহ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর আওতায় স্থানীয় সরকার বিভাগ ও জাইকার অর্থায়নে পরিচালিত এই প্রকল্প কুমারখালী উপজেলা পরিষদ বাস্তবায়ন করেন। কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ আকুল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রাশেদ আল মামুন, উপজেলা ডেভলপমেন্ট ফ্যাসিলিটেটর বিপুল কুমার সাহা প্রমুখ। উল্লেখ্য ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালটি প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষের চিকিৎসা সেবা প্রদানের জন্য কখনও যথেষ্ট ছিল না ১১ বছর আগে ৫০ শয্যায় উন্নীত করা হলেও আজ পর্যন্ত জনবল সহ কোন সুবিধা পায়নি। ফলে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এই চলাচলের মানুষের চিকিৎসা সেবা। ৩৩ টি আধুনিক মানের বেড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ বলেন, কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীত করা হবে এবং নির্মাণ করা হবে নতুন ভবন আসবে আরো ১০ জন ডাক্তার সহ প্রয়োজনীয় জনবল ও আধুনিক যন্ত্রপাতি অচিরেই নিরসন হবে এই অঞ্চলের মানুষের দুর্ভোগ দুর্দশা নিশ্চিত করা হবে উন্নতমানের চিকিৎসাসেবা। কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আরো উন্নয়ন করা হবে। অনুষ্ঠান শেষে হাসপাতালের সামনে ১টি বৃক্ষ রোপন করে ব্যক্তিগত অর্থায়নে হাসপাতাল চত্বরে বৃক্ষ রোপন কার্যক্রমের উদ্বোধন করেন।
