রঞ্জুউর রহমান ॥ গণমাধ্যম সংস্কার বিষয়ে জাতীয় জনমত জরিপ শীর্ষক কার্যক্রমের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৩ ডিসেম্বর) সকাল দশটা জেলা প্রশাসনের ও জেলা পরিসংখ্যান কার্যালয় এর আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত। অবহিতকরণ সভায় জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের এর উপপরিচালক মোঃ শাহ আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ শারমিন আখতার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পলাশ কান্তি নাথ, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল, উপপরিচালকের কার্যালয় জেলা পরিসংখ্যান অফিস কুষ্টিয়া এর উপপরিচালক মোঃ শাহ আলম, কৃষি সম্প্রসারন অধিদপ্তর কুষ্টিয়া এর উপ-পরিচালক সুফি মোঃ রফিকুজ্জামান, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল বারী, জেলা সমাজসেবা কার্যালয় এর উপপরিচালক মোঃ আব্দুল লতিফ সেখ,
কুষ্টিয়া প্রেসক্লাবের এর সভাপতি আল মামুন সাগর, কুষ্টিয়া প্রেসক্লাবের এর সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, পর্যায়ের বিভিন্ন দপ্তর প্রধান, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত বক্তারা জানান, আগামী পহেলা জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত এই জরিপ কার্যক্রম অনুষ্ঠিত হবে। দেশের ২৩০৪টি নমুনা এলাকা থেকে ৪৬ হাজার ৮০ জনের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হবে জরিপ কার্যক্রমের অংশ হিসেবে এবং জরিপের উদ্দেশ্য গণমাধ্যম সংস্কারের লক্ষ্যে জনমত মাচাইকরণের নিমিত্ত দেশের সাধারণ নাগরিকের মতামত গ্রহণের উদ্দেশ্যে জরিপ পরিচালনা করা। গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করা, যাতে তা নিরপেক্ষতার সঙ্গে অবাধ ও যথাযন তথ্য প্রবাহ ও সকল মতের প্রতিফলন ঘটাতে সক্ষম হয়, তার জন্য প্রয়োজনীয় আইন, বিধি ও নীতিমালা সংশোধন এবং প্রণয়নের লক্ষ্যে জনমত সংগ্রহ ও মূল্যায়নে কমিশনকে সহায়তা। গণমাধ্যম সংস্কারের সুপারিশ তৈরির লক্ষ্যে জরিপের ফলাফল হতে প্রাপ্ত জনমত সংক্রান্ত প্রতিবেদন প্রণয়ন করা।
