কুষ্টিয়ায় পল্লী চিকিৎসক মতবিনিময় সভা ও ইজিবাইক চালক সমাবেশ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় পল্লী চিকিৎসক মতবিনিময় সভা ও ইজিবাইক চালক সমাবেশ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ৪, ২০২৩
কুষ্টিয়ায় পল্লী চিকিৎসক মতবিনিময় সভা ও ইজিবাইক চালক সমাবেশ

কুষ্টিয়ায় পল্লী চিকিৎসক মতবিনিময় সভা ও ইজিবাইক চালক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে সাহিত্য- সংস্কৃতি ও শিক্ষা মেলার দ্বিতীয় দিনে বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পল্লী চিকিৎসকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়ায় পল্লী চিকিৎসক মতবিনিময় সভা ও ইজিবাইক চালক সমাবেশ

কুষ্টিয়ায় পল্লী চিকিৎসক মতবিনিময় সভা ও ইজিবাইক চালক সমাবেশ

কুষ্টিয়ায় পল্লী চিকিৎসক মতবিনিময় সভা ও ইজিবাইক চালক সমাবেশ

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের একাডেমি উপদেষ্টা প্রফেসর আ ন ম রেজাউল করিম। মতবিনিময় সভায় প্রধান আলোচক ছিলেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ জহুরুল ইসলাম।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের মানবিক অনুষদের ডীন ও শিক্ষা মেলা কমিটির আহবায়ক প্রফেসর ড. মো. শহিদুর রহমানের সভাপতিত্বে এবং রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রমোশন অফিসার ইমাম মেহেদীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য মো. মনিরুজ্জামান, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের মিডিয়া রিলেশন অফিসার কারশেদ আলম।

স্বাগত বক্তব্য রাখেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বাংলা বিভাগীয় প্রধান এস এম হাসিবুর রশিদ তামিম। অনুষ্ঠানে কুষ্টিয়া জেলার বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৩০ জন পল্লী চিকিৎসক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

অন্যদিকে একই সময় শহরের মোল্লা তেঘরিয়ার মোড়ে শতাধিক অটোরিকশা চালকের সাথে মতবিনিময় করা হয় এবং তাদের মাঝে একটি করে টিশার্ট সরবরাহ করা হয়,এসময় উপস্থিত থেকে সরবরাহ করেন বোর্ড অফ ট্রাস্টিজের সম্মানিত সদস্য জনাব মো. জুলফিকার আলি, মিডিয়া রিলেশন অফিসার জনাব কারশেদ আলম, প্রমোশন টিমের সদস্য হাবিবুর রহমান হাবিব,অফিস সহকারী মোহাঃ সুমন আলী।

আরও পড়ুন: