জি লাইভ ডেস্ক ।। কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট শহীদ মিনার উদ্বোধন ও রাষ্ট্রভাষা বাংলা প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকার কথা ছিল জনাব মাহবুবউল আলম হানিফ, মাননীয় সংসদ সদস্য, কুষ্টিয়া আসন-৩ ও যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। কিন্তু ব্যস্ততাজনিত কারণে সংযুক্ত হতে পারেন নি।
![]()
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতাউর রহমান আতা, চেয়ারম্যান কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ ও সাধারণ সম্পাদক, কুষ্টিয়া শহর আওয়ামী লীগ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ ইতশিয়াক ইকবাল হিমেল, নির্বাহী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, কুষ্টিয়া। ব্যারিস্টার গৌরব চাকি, সদস্য, কুষ্টিয়া আওয়ামী লীগ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌঃ মোঃ মুনির হোসেন, অধ্যক্ষ (অতিঃ দায়িত্ব), কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট। এছাড়াও শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন প্রকৌশলী মোঃ ইয়াকুব আলী, বিভাগীয় প্রধান, ইলেকট্রিক্যাল টেকনোলজি। উক্ত অনুষ্ঠানে ইন্সটিটিউটের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগ শাখা সভাপতি সালেহীন ফেরদৌস শোভন। কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগ শাখা সাধারণ সম্পাদক নাজমুল সাকিব, সহ শাখা ছাত্রলীগের কর্মী, সমর্থকবৃন্দও উপস্থিত ছিলেন।
![]()
কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগ শাখা সভাপতি সালেহীন ফেরদৌস শোভনের সাথে দৈনিক সময়ের পত্রিকার কুষ্টিয়া সদর উপজেলা প্রতিনিধির সাথে কথা হলে শোভন জানান, “শহীদ মিনার নির্মাণ ও উদ্বোধন হওয়ায় সকলের মাঝে উৎসব আনন্দ উদ্দীপনা বিরাজ করছে। সবাই আনন্দিত যে ভাষার মাসে শহীদ মিনার উদ্বোধন হয়েছে। তিনি কুষ্টিয়া রূপকার, কুষ্টিয়া সদর-৩ আসনের এমপি জনাব মাহবুবউল আলম হানিফ মহোদয় এবং কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব আতাউর রহমান আতা মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি আরও বলেন, আমাদের সবাইকে বাংলা ভাষা সম্পর্কে জানতে হবে। ভাষার ইতিহাস জানতে হবে। ভাষা শহীদদের সম্পর্কে জানতে হবে। ভাষা ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে৷ বাঙালিরাই একমাত্র জাতি যারা ভাষার জন্য রক্ত দিয়ে। রক্তের বিনিময়ে ১৯৫২ সালে বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষা করার আন্দোলনে জয়ী হয়েছে। তাই আমাদের সবাইকে অন্য ভাষার প্রতি শ্রদ্ধাশীল থেকে বাংলা ভাষার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। তিনি সবাইকে ভাষার মাসে সবাইকে বাংলাদেশ ছাত্রলীগ, কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট শাখার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন।”
![]()
আরও দেখুন:
