কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস পালন
‘পর্যটনে পরিবেশবান্ধব বিনিয়োগ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস ২০২৩ পালন করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর ২০২৩ সকাল ১০ টায় কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজন পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় ।

কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস পালন
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক এহেতেশাম রেজা। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল ওয়াদুদ,অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিন বানু, জেলা মুক্তিযুদ্ধ সংসদের সাবেক কমান্ডার রফিকুল আলম টুকু,সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল, সদর উপজেলা মুক্তিযুদ্ধ সংসদ কমান্ডের সাবেক কমান্ডার মোশাররফ হোসেন, জেলা সিনিয়র তথ্য অফিসার আমিরুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বরূপ মুন্সি সহ অন্যনরা।
উল্লেখ্য যেকোন দেশের অর্থনীতিতে পর্যটন একটি বড় ভূমিকা পালন করে। বিদেশ থেকে আগত পর্যটকরা যাতায়াত থেকে শুরু করে হোটেল, রেস্তোরাঁ এবং পর্যটন স্থানের টিকিট সব কিছুতেই অর্থ ব্যয় করে। যার কারণে রাজস্ব বৃদ্ধি পায়। যাঁরা ভ্রমণবিলাসি, তাঁরা নতুন নতুন পর্যটন গন্তব্য খুঁজতে থাকেন। বিশ্ব পর্যটন দিবস পালিত হয় প্রতি বছর পর্যটকদের আকর্ষণ করতে এবং পর্যটনকে উন্নত করার জন্য সচেতনতা বৃদ্ধির জন্য।
![]()
