দৌলতপুরে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়া মৃত্যু বার্ষিকী পালন। দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নে কিশোরীনগর বাজারে ডঃ এম ওয়াজেদ মিয়া ১৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিলের আয়োজন করেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ।
দৌলতপুরে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়া মৃত্যু বার্ষিকী পালন

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ মোফাজ্জেল হক, প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব আসমত আলী মাষ্টার। আরও বক্তব্য দেন হুগোলবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব সাইফুল ইসলাম জাদু মোল্লা, সাহাবুল ইসলাম, ঝুন্টুর রহমান রিকাত, আকরাম হোসেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাঙালি জাতির এক গর্বিত ও আলোকিত মানুষের নাম ড. এম এ ওয়াজিদ মিয়া। এক বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী এই পরমাণু বিজ্ঞানী। ক্ষমতার শীর্ষ পর্যায়ে থেকেও তার নির্মোহ জীবনযাপন তাকে জাতির কাছে করেছে চির অমর করে রাখবে।তিনি ছিলেন একজন নিঃস্বার্থ, নির্লোভ, নির্মোহ, নিরহংকার, নির্ভীক ও বিজ্ঞানমনস্ক ব্যক্তি। এসব বৈশিষ্ট্য চিরজাগরুক করে রেখেছে তাঁর চরিত্র মাধুর্যকে।

