ঝড়ে তছনচ কুমারখালীর পদ্মাপাড় - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ঝড়ে তছনচ কুমারখালীর পদ্মাপাড়

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ১৭, ২০২৩
ঝড়ে তছনচ কুমারখালীর পদ্মাপাড়

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের পদ্মাপাড়ে গত মঙ্গলবার শেষ বিকেলে ব্যাপক তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী ঝড়। এতে উপড়ে পড়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কাছারিবাড়ির প্রায় দেড় শতাধিক বছরের পুরানো দুইটি শিমুল গাছ, একটি বাবলা গাছ এবং রবীন্দ্র কুঠিবাড়ি প্রাঙ্গনের শিশু, মেহগুনি, আম, কড়ইসহ প্রায় আটটি গাছ।

ঝড়ে তছনচ কুমারখালীর পদ্মাপাড়

ঝড়ে তছনচ কুমারখালীর পদ্মাপাড়

ঝড়ে তছনচ কুমারখালীর পদ্মাপাড়

এছাড়াও পদ্মাপাড়ের প্রায় অর্ধশত বছরের পুরানো একটি বটগাছ ও একটি পাকড়র গাছসহ শতশত গাছপালা। তছনচ হয়ে গেছে প্রায় অর্ধশতাধিত টিনশেডের ঘরবাড়ি ও দোকানপাট।

পদ্মাপাড়ের বাসিন্দাদের ভাষ্য, ঝড়ে তাঁদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু তাঁদের খোঁজ নেয়নি জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা। আর প্রশাসন ও জনপ্রতিনিধিরা বলছেন রাত থেকেই মানুষের খোঁজ খবর রাখছেন তাঁরা। ক্ষতিগ্রস্থদের তালিকা করছেন তাঁরা।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

বুধবার (১৭ মে) দুপুরে শিলাইদহের পদ্মাপাড়ের কোমরকান্দি, কল্যাণপুর, মাজগ্রাম ও শিলাইদহ ঘুরে ঘুরে দেখা গেছে, উপড়ে গেছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারিবাড়ির দেড় শতাধিক বছরের শিমুল গাছ। গাছের ডালপালা কেটে নিয়ে গেছে স্থানীয়রা। বটগাছ উপড়ে ভেঙে গেছে ঘরবাড়ি, উড়ে গেছে দোকানপাটের টিনের চাল। কেউ কেউ ভাঙা ঘরবাড়ি মেরামত করছেন।

এসময় কোমরকান্দি গ্রামের মোতালেব বিশ্বাস বলেন, সন্ধায় প্রচণ্ড ঝড় শুরু হয়। ঝড় শুরুর মাত্র পাঁচ মিনিটের মধ্যেই রাস্তার বটগাছ টি উপড়ে পড়ে তাঁর দুইটি ঘরের উপর। এতে দুইটি ঘর ও আসবাবপত্র ভেঙেচুরে প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তাঁর ভাষ্য, ঝড়ে তাঁর সবকিছু শেষ হয়ে গেলেও চেয়ারম্যান, মেম্বার, প্রশাসন কেউ তাঁর খোঁজ রাখেনি।

একই গ্রামের শামীমা খাতুন বলেন, ঝড়ে তাঁর টিনশেড ঘরের চাল উড়িয়ে নিয়ে গেছে। তাঁর দিনমজুর স্বামীর ঘর মেরামতের টাকা নেই। তাঁরা এখন খোলা আকাশের নিচে বসবাস করছেন।

কোমরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার হযরত শেখ (৭০) বলেন, পদ্মাপাড়ে একটি প্রায় ৫০ বছরেরর পাকড় গাছ ছিল। সেখানে মানুষ বিশ্রাম নিত। কিন্তু মঙ্গলবার সন্ধার ঝড়ে গাছটির ডাল ভেঙে উপড়ে গেছে।

কল্যাণপুর বাজারের মুদিদোকানদার ইউসুফ আলী বলেন, ঝড়ে তাঁর বাজারের অন্তত সাতটি দোকানের চাল উড়ে গেছে। এসময় ইয়াকুব নামের একজন হাত কেটে গেলে তাকে পাঁচটি সেলাই দেওয়া হয়েছে। সবাই দোকানঘর মেরামত করছেন।

ঝড়ে তছনচ কুমারখালীর পদ্মাপাড়

ঝড়ে তছনচ কুমারখালীর পদ্মাপাড়

এবিষয়ে শিলাইদহ কুঠিবাড়ির কাস্টোডিয়ান আল আমিন বলেন, ঝড়ে কাছারিবাড়ির প্রায় দেড় শতাধিক বছরের পুরানো দুইটি শিমুলগাছ ও একটি বাবলা গাছ উপড়ে গেছে এবং কুঠিবাড়ির আটটি গাছ ভেঙে পড়েছে।

শিলাইদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী হাসান তারেক বিপ্লব বলেন, তাঁর ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি ক্ষতিগ্রস্থ পরিবারের খোঁজ খবর নিয়েছেন এবং তাঁদের তালিকা প্রস্তুত করছেন।

অপরদিকে ঝড়ে উপজেলায় ১৭ হেক্টর জমির ধান, ১২ হেক্টর জমির কলা, ৯ হেক্টর জমির পাট, ৭ হেক্টর জমির সবজি ও ৫ হেক্টর জমির ভুট্টাসহ প্রায় ৫০ হেক্টর জমির আংশিক ক্ষতি হয়েছে। এতথ্য জানিয়েছে উপজেলা কৃষি কর্মকর্তা দেবাশীষ কুমার দাস।

ইউএনও বিতান কুমার মন্ডল বলেন, মঙ্গলবারের ঝড়ে বেশ ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থদের তিনি খোঁজখবর নিয়েছেন। সরকারি বরাদ্দ পেলে তাঁদের সহযোগীতা করার হবে বলে তিনি জানান।

আরও পড়ুন: