দৌলতপুরে বিজিবি’র অভিযানে মাদক ও কসমেটিকস্ পণ্য উদ্ধার
কুষ্টিয়ার দৌলতপুরে বিজিবি’র অভিযানে মাদক ও কসমেটিকস্ পণ্য উদ্ধার হয়েছে। বুধবার ভোরে উপজেলার হোসেনাবাদ মিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কসমেটিকস্ পণ্য এবং সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

দৌলতপুরে বিজিবি’র অভিযানে মাদক ও কসমেটিকস্ পণ্য উদ্ধার
বিজিবি সূত্র জানায়, ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ মহিষকুন্ডি বিজিবি’র টহল কমান্ডার হাবিলদার আব্দুল কাদেরে নেতৃত্বে বিজিবি’র টহল দল বুধবার ভোর সাড়ে ৫টায় উপজেলার হোসেনাবাদ মিলপাড়া এলাকায় অভিযান চালায়।
এসময় বিপুল পরিমান কসমেটিকস্ পণ্য উদ্ধার করে যার সিজার মূল্য ৬ লক্ষ ৩৮ হাজার ৮০০ টাকা। তবে কেউ আটক হয়নি।
![]()
অপরদিকে একইদিন রাত ১টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর সীমান্তে ১৫৩/১১(এস) সীমান্ত পিলার হতে বাংলাদেশ ভূ-খন্ডে মহিষকুন্ডি বিজিবি কোম্পানী কমান্ডার সুবেদার মাহবুবুর রহমানের নতৃত্বে বিজিবি’র টহল দল অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ৪ কেজি গাঁজা উদ্ধার করেছে।
