মিজানুর রহমান নয়ন ॥ গতকাল শনিবার (৯ মার্চ) দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সুলতানপুর মাহতাবিয়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনু্ষ্িঠত হয়েছে। বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আব্দুর রউফ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মনযোগ সহকারে পড়াশোনা করতে হবে। পড়াশোনা করে ডিসি, এসপি, বড় চাকুরিজজীবি হতে হবে। বাবা – মায়ের স্বপ্ন পূরণ করতে হবে। শিক্ষকদের উদ্দেশ্য তিনি বলেন, ভাল পাঠদানের জন্য বাড়িতে শিক্ষকদের নিয়মিত পড়াশোনা করতে হবে। গবেষণা করতে হবে। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আসাদুক হক সোলাইমান, কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ আকিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক স্বপন, চাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশিদুজ্জামান তুষার, চাপড়া ইউনিয়েেন পরিষদের সাবেক চেয়ারম্যান মনির হাসান রিন্টু সহ প্রমূখ।
