মিরপুরে ১৫ জন পঙ্গুত্বধারী মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই অনুষ্ঠিত
কুষ্টিয়ার মিরপুরে পঙ্গুত্বধারী মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই করা হয়েছে। শনিবার (২৬আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ও উপজেলা প্রশাসনের আয়োজনে ডি শ্রেণীভূক্ত পঙ্গুত্বধারী ‘যুদ্ধাহত সংক্রান্ত’ তথ্যাদি মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।

মিরপুরে ১৫ জন পঙ্গুত্বধারী মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই অনুষ্ঠিত
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জহুরুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন – বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যাবস্হাপনা পরিচালক ( অতিরিক্ত সচিব) এসএম মমাহবুবুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্হিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সিনিয়র অফিসার (প্রশাসন) মো. বিল্লাল হোসেন, খুলনা ও রাজশাহী অঞ্চলের বিভাগীয় প্রধান সালেহ উদ্দিন মীর, ব্যাবস্পহাপনা পরিচালকের পিও ইমরানুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মো. ফজলুল হক, কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার রফিকুল আলম টুকু, বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন খান, মিরপুর মুক্তিযোদ্ধা সংসদের সবেক কমান্ডার নজরুল করিম,মোশারফ হোসেন প্রমুখ।অনুষ্ঠানে মিরপুর উপজেলার ১৫ জন যোদ্ধাহত মুক্তিযোদ্ধার কাগজ পত্র যাচাই -বাছাই করা হয়।

